Advertisement
Advertisement

Breaking News

খুন

মহাষষ্ঠীতেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, উত্তপ্ত কেশপুর

এখনও থমথমে এলাকা।

A TMC worker beaten to death in west midnapore's Keshpur
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 4, 2019 2:05 pm
  • Updated:October 4, 2019 2:05 pm  

সম্যক খান, মেদিনীপুর: মহাষষ্ঠীর দিনই তৃণমূলের সক্রিয় কর্মীকে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শাসকদলের সক্রিয় কর্মী হওয়ার কারণেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

[আরও পড়ুন: মালদহের মহানন্দা নদীতে নৌকাডুবি, উদ্ধার দু’জনের মৃতদেহ]

জানা গিয়েছে, শুক্রবার সকালে কেশপুরের একটি রাস্তাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েছিল দুই দল। সেই সময় বচসা থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা। অভিযোগ, তখনই পিটিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী শেখ মনুয়ার আলিকে। ঘটনার খবর পাওয়ার পরই কেশপুর থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনও থমথমে এলাকা। এলাকায় পুলিশ পিকেটও বসানো হয়েছে।

Advertisement

জেলা তৃণমূলের সাধারন সম্পাদক মহম্মদ রফিক বলেন, নানা অজুহাতে শান্ত কেশপুরকে অশান্ত করতে চাইছে বিজেপি। খুন সন্ত্রাসের রাজনীতি আমদানি করেছে তাঁরা। পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে মানুষকে। তাঁর অভিযোগ, তৃণমূল করার অপরাধেই খুন করা হয়েছে শেখ মনুয়ার আলিকে। একই অভিযোগ করেছেন তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় পান। তিনিও বলেন, তৃণমূল কর্মী হওয়ার অপরাধেই পিটিয়ে খুন করা হল শেখ মনুয়ারকে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কেশপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সদস্য আশিষ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। তাঁর দাবি, রাজনৈতিক কারণ নয়, পাড়ার বিবাদকে কেন্দ্র করে এদিন খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার দুপুরেই পুজোর উদ্বোধনে কেশপুর যাচ্ছেন ভারতী ঘোষ। তার আগেই খুনের ঘটনায় দলের নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে দল।

[আরও পড়ুন:মানুষ-বন্যপ্রাণ সংঘাত সমাধানে উদ্যোগী বনদপ্তর, চালু ২৪ঘণ্টার কন্ট্রোল রুম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement