Advertisement
Advertisement
Murshidabad Shootout

মুর্শিদাবাদে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূল কর্মী

রাজনৈতিক কারণে খুন নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।   

A TMC worker allegedly killed in Murshidabad Shootout

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:June 10, 2024 8:32 am
  • Updated:June 10, 2024 6:13 pm

কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: বাংলায় ফের ভোট পরবর্তী হিংসা। রাতের অন্ধকারে মুর্শিদাবাদে শুটআউট(Murshidabad Shootout)। বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তৃণমূল কর্মীকে একের পর এক গুলি করা হয় বলেই অভিযোগ। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে হরিহরপাড়ার গজনীপুরে ব্যাপক চাঞ্চল্য।  

নিহত সনাতন ঘোষ, এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। পেশায় দুগ্ধ ব্যবসায়ী। রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ-সহ আরও দুই দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের মোটরবাইক দাঁড় করায়। খুব কাছ থেকে সনাতনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তাঁর দেহে একাধিক গুলি লাগে। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। ততক্ষণে অবশ্য পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সনাতনকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় কেরামতি দস্যু দলের! ফিল্মি কায়দায় ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন বিহারের ব্যবসায়ী]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। ওই হাসপাতালেই প্রাণ হারান সনাতন। এই ঘটনার নেপথ্যে বিজেপির যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। জমি সংক্রান্ত গণ্ডগোলেও সনাতন খুন হয়ে থাকতে পারেন বলেও অনুমান একাংশের। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Advertisement

[আরও পড়ুন: এক্স রে করাতে গিয়ে ‘ধর্ষণ’, বধূর অভিযোগে শ্রীঘরে নার্সিংহোম কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ