Advertisement
Advertisement

Breaking News

TMC

রাস্তা নিয়ে বচসা, নওদায় বিধায়কের অনুগামীকে পিটিয়ে খুন! নেপথ্যে গোষ্ঠীকোন্দল?

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

A tmc worker allegedly killed by goons in Murshidabad | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 26, 2023 8:49 am
  • Updated:May 26, 2023 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা নিয়ে বচসার জের। মুর্শিদাবাদের (Murshidabad) নওদার বিধায়ক সাহিনা মুমতাজের অনুগামীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মুর্শিদাবাদে। বিরোধীদের অভিযোগ, গোষ্ঠীকোন্দলের বলি ওই যুবক।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। এবার নওদার ব্যাপক আকার নিল রাস্তা নিয়ে অশান্তি, ঝরল রক্ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাস্তা নিয়ে দুই দলের অশান্তি হঠাৎই বৃহৎ আকার নেয়। ইট, বাঁশ, রড নিয়ে একদল আরেকদলের উপর চড়াও হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আহত হন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে। আহতদের মধ্যে ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। তাঁদের মধ্যেই ছিলেন মনিরুল মুন্সি। মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: বালিতে অন্তসত্ত্বা তরুণীকে লাগাতার ‘ধর্ষণ’, সন্তানকে জোর করে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ৭]

মনিরুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধীদের অভিযোগ, ঘটনার পিছনে বিধায়ক ও ব্লক সভাপতির অন্তর্কলহ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ বিধায়ক। তিনি বলেন, “যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যের। তবে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিলই। পুলিশ খতিয়ে দেখবে ঠিক কী হয়েছিল।” কার্যত একই দাবি ব্লক সভাপতির। তিনি বলেন, “দীর্ঘদিনের অশান্তি। তবে এতে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই। যা হয়েছে তা অন্যায়।”

[আরও পড়ুন: ঝড়ে ফের ভাঙল ট্রেনের প্যান্টোগ্রাফ, বর্ধমান কর্ড লাইনে দাঁড়িয়ে দূরপাল্লার একাধিক ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement