Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, কাঠগড়ায় বিজেপি

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

A TMC worker allegedly beaten up by BJP goons in Alipurduar
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 28, 2019 10:12 am
  • Updated:November 28, 2019 10:14 am  

রাজ কুমার, আলিপুরদুয়ার: তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বেধড়ক মারধর করা হয় তাঁর স্ত্রীকেও। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাটকপাড়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূলকর্মী শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে রঙ্গলাল চৌধুরি নামে ওই ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। বুধবার রাত আটটা নাগাদ আলিপুরদুয়ারের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাটকাপাড়া ওই তৃণমূল কর্মীর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি চালানো হয় রঙ্গলাল চৌধুরিকে লক্ষ্য করে। অভিযোগ, মারধর করা হয় তাঁর স্ত্রীকেও। রক্তাক্ত অবস্থায় রঙ্গলাল চৌধুরিকে উদ্ধার করে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

[আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনের ফল LIVE: কালিয়াগঞ্জ-করিমপুরে তৃণমূল বনাম বিজেপি কড়া টক্কর]

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের দাবি, দলকে কালিমালিপ্ত করতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূলের কর্মীরা। সূত্রের খবর ইতিমধ্যেই গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, এদিনই আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকে আক্রান্ত হন যুব তৃণমূল কংগ্রেস কর্মী প্রিয়তোষ অধিকারি ও তাঁর স্ত্রী। এক্ষেত্রেও অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই ঘটনার দায়ও এড়িয়েছে নেতৃত্ব।

[আরও পড়ুন: সুন্দরবনে নদীতে তলিয়ে যাওয়া পর্যটকের দেহ উদ্ধার, বাড়ি ফেরা হল না সৈকতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement