Advertisement
Advertisement

Breaking News

Shootout at North Dinajpur

ফের রাজ্যে শুটআউট, গোয়ালপোখরে ‘খুন’ তৃণমূল পঞ্চায়েত প্রধান

কে বা কারা গুলি চালাল, জানা যায়নি।

A TMC leader murdered in shootout at North Dinajpur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 20, 2023 3:48 pm
  • Updated:September 20, 2023 9:19 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের রাজ্যে শুটআউট। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি। প্রাণ গেল তৃণমূল পঞ্চায়েত প্রধানের। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে বিহারের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরেও হয়নি শেষরক্ষা। 

বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে যাচ্ছিলেন পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। অভিযোগ, সেই সময় কালো রংয়ের গাড়ি চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জড়ো হয়ে যান অন্যান্যরা। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়।

Advertisement

[আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপেও মোদি, জেনে নিন কীভাবে পাবেন প্রধানমন্ত্রীর বার্তা]

ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে বিহারের একটি হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। কে বা কারা ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  

[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement