শেখর চন্দ, আসানসোল: তৃণমূল কাউন্সিলরের মেয়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ। কাঠগড়ায় আরেক তৃণমূল নেতা, প্রাক্তন মেয়র পারিষদ, জেলা তৃণমূল সম্পাদক মীর হাসিম ও ৫৯ নম্বর যুব ওয়ার্ড সভাপতি পিন্টু সিদ্দিকি। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ৫৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জাকির হোসেন।
জাকির হোসেন কংগ্রেস থেকে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি। এদিকে মীর হাসিম আবার ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। জাকির হোসেনের অভিযোগ, কুলটির নিষিদ্ধপল্লি এলাকা লছিপুরে পুলিশের সঙ্গে যোগসাজস করে তোলাবাজি করে মীর হাসিম ও পিন্টু। তাঁদের তোলাবাজি বন্ধ করে দিয়েছেন তিনি। তারই প্রতিশোধ নিতে ওই দুই তৃণমূল নেতা তাঁর মেয়ের ছবিকে বিকৃত ও ভাইরাল করেছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মীর হাসিম। মীরের দাবি তিনি নিজেও মেয়ের বাবা। এই ধরনের নোংরা কাজ তিনি করেননি। উলটে তাঁর অভিযোগ, জাকির হোসেন কাউন্সিলর হওয়ার পর থেকেই নিজেকে কেউকেটা মনে করছেন। কাউকে পাত্তা দিচ্ছে না। ব্যক্তি শত্রুতার ঝাল মেটাতে ও বদনাম করার জন্যই এই মিথ্যা অভিযোগ দিচ্ছেন।
এদিন আবার অভিযোগকারী কাউন্সিলর জাকির হোসেন বলেন, ৬ তারিখ অভিযোগ দায়র করলেও, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি মেয়ের সুবিচার না পেলে তৃণমূল কংগ্রেসে আর থাকবেন না। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.