নন্দন দত্ত, বীরভূম: সিউড়িতে তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু।বাড়ি থেকে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, ব্যবসার কারণে বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিল। তাই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিকে এই তৃণমূল কাউন্সিলরের মৃত্যুতে হতবাক সিউড়ি পুরসভায় তাঁর সহকর্মীরা। উপপুরপ্রধান বিদ্যাসাগর সাও বলেন, বুধবার রাতে তাঁর সঙ্গে বাবলু দাসের কথা হয়েছ। তবে বৃহস্পতিবার পুরসভায় যাননি তিনি।
[ফের মোদিকে ‘না’, পরীক্ষার মুখে প্রধানমন্ত্রীর ভাষণে সায় নেই রাজ্যের]
সিউরি পুরসভায় ক্ষমতায় তৃণমূল। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শাসকদলেরই কাউন্সিলর ছিলেন বাবলু দাস। এলাকায় যথেষ্ট জনপ্রিয়ও ছিলেন তিনি। একসময় অবশ্য কংগ্রেস করতেন বাবলু। কংগ্রেসে টিকিটেই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরে দলবদল করে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার সকালে সিউড়ির বারুইপাড়ার বাড়িতে বাবলু দাসের ঝুলন্ত দেহটি প্রথম দেখতে পান তাঁর ভাই রাধেশ্যাম দাস। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় সিউড়ি থানায়। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ওড়নার ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে দেহটি ঝুলছিল। নিচে একটি চেয়ারও ছিল। ওড়না ও চেয়ারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে, ঘটনার খবর পেয়ে বাবলু দাসের বাড়িতে যান সিউড়ি পুরসভার উপপ্রধান বিদ্যাসাগর সাও ও অন্যান্য কাউন্সিলররা। উপপ্রধান বলেন, বুধবার রাতেও ওই কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলেন। সবকিছু ঠিকঠাকই ছিল। বৃহস্পতিবার অবশ্য পুরসভায় যাননি শাসকদলের এই কাউন্সিলর।
[পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুতে ধুন্ধুমার দুর্গাপুরে, ঘাতক ট্রাক্টরে আগুন]
সিউড়ির বাড়িতে বাবলু দাসের সঙ্গে থাকেন তাঁর স্ত্রী ও মেয়ে। কলকাতায় পড়াশোনা করে ছেলে। ঘটনায় সময়ে কাউন্সিরের স্ত্রী বাড়িতে ছিলেন না। প্রতিবেশীর জানিয়েছেন, বাবলু দাসের কেবলের ব্যবসা ছিল। কিন্তু, ইদানিং ব্যবসা ভাল চলছিল না। বাজার থেকে দেনা করে ব্যবসায় টাকা ঢেলেছিলেন তিনি। প্রতিবেশীদের অনুমান, মানসিক অবসাদেই সম্ভবত আত্মহত্যা করেছেন সিউড়ি পুরসভার কাউন্সিলর। তবে এই ঘটনা এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার।
ছবি: বাসুদেব ঘোষ
[ভারী তুষারপাত, সিকিমে বন্ধ ছাঙ্গু-বাবামন্দির যাওয়ার রাস্তা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.