Advertisement
Advertisement
Murshidabad

গঙ্গা গর্ভে তলিয়ে গেল মুর্শিদাবাদের প্রাচীন লক্ষ্মী মন্দির! দেখুন ভিডিও

সরকারি সাহায্যের আরজি স্থানীয়দের।

A temple of Murshidabad submerged due to erosion of Ganges
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 29, 2021 2:51 pm
  • Updated:December 29, 2021 2:51 pm

শাহাজাদ হোসেন, ফরাক্কা: ফের মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের শিবপুরে গঙ্গা ভাঙন। নদী গর্ভে তলিয়ে গেল প্রাচীন লক্ষ্মী মন্দির। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরকারের কাছে সাহায্যের আরজি জানিয়েছেন স্থানীয়রা।

মুর্শিদাবাদের একটা বড় সমস্যা গঙ্গা ভাঙন। এর আগেও সামশেরগঞ্জের শিবপুর গ্রামের বহু বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গা গর্ভে। ভেসে গেছে বাড়ির আসবাবপত্রও। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ার হিড়িক পড়েছে। বাড়িঘর হারিয়ে মাঠে ত্রিপল খাটিয়ে কোনওক্রমে দিনযাপন করেছেন মানুষ। গতবছরও ঘটেছে একই ঘটনা। সেই ক্ষত কমার আগেই ফলে ভাঙনে জলের নীচে তলিয়ে গেছে বহু বাড়ি। যার ফলে এলাকার স্কুলে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: ‘কুম্ভমেলা সুয়োরানি, এখানে যেন দুয়োরানি’, গঙ্গাসাগরে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মমতার]

এই পরিস্থিতিতে বুধবার গঙ্গা গর্ভে তলিয়ে গেল শিবপুরের প্রাচীন এক লক্ষ্মী মন্দির। নিয়মিত এলাকার বাসিন্দা ওই মন্দিরে পুজো-অর্চনা করতেন। এদিন সকাল থেকেই নদীর স্রোত দেখে, স্থানীয়রা আশঙ্গা করছিলেন যে নদীগর্ভে তলিয়ে যেতে পারে পাড়ে থাকা মন্দিরও। বেলা বাড়তেই সেই আশঙ্কা সত্যি হল। গঙ্গা গর্ভে তলিয়ে গেল মন্দির। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: WB Civic Polls: ‘মারের বদলে পালটা মার হবে’, আসানসোল পুরভোটের আগে তৃণমূলকে হুঁশিয়ারি অগ্নিমিত্রা পলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement