Advertisement
Advertisement

Breaking News

Hooghly

ক্লাসের মাঝেই ছাত্রীকে ‘অশালীন স্পর্শ’, অভিযোগ পেয়েও উদাসীন স্কুল! পুলিশের দ্বারস্থ পরিবার

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির মগরায়।

A teacher of hooghly allegedly physically assult a student

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 16, 2024 11:33 pm
  • Updated:December 16, 2024 11:33 pm  

সুমন করাতি, হুগলি: ক্লাসের মাঝেই ছাত্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা। অভিযোগ, শুধু একজন নয়, একাধিক ছাত্র-ছাত্রীর সঙ্গে এহেন আচরণ করেছেন ওই শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির মগরায়।

ঘটনার সূত্রপাত গত বুধবার। অভিযোগ, ওইদিন মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন এক শিক্ষক। বাড়ি ফিরেই বিষয়টি বাড়িতে জানায় সে। পরদিনই অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানান। ছাত্রীর মায়ের অভিযোগ, স্কুল কোনও ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। অন্য একছাত্রীর অভিভাবকের অভিযোগ, ওই শিক্ষক আরও অনেক ছাত্রীর সঙ্গে এমন আচরন করেছেন। বাদ নেই ছাত্ররাও। এবিষয়ে অভিভাবকরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চেয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এর পরই তাঁরা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

Advertisement

স্কুলের প্রিন্সিপাল কমল প্রীত বলেন, এই ঘটনা জানার পরই শিক্ষককে সরানো হয়েছে। সোমবার অভিযোগ পাওয়ার পর ম্যানেজমেন্টকে আবারও জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। গোটা ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement