ছবি: সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাত পোহালেই সরস্বতী পুজো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিবছরই নতুনভাবে প্রতিমাকে সাজিয়ে তোলে দুর্গাপুরের ‘সঙ্গীত কলা অ্যাকাডেমি’। এবার তাঁদের প্রতিমা তৈরি হল পাস্তায়। এই দেবী সকলের মন কাড়তে বাধ্য।
দুর্গাপুরের বাসিন্দা অমিত সরকার। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের মিউজিক ও আঁকার শিক্ষক তিনি। সেইসঙ্গে দুর্গাপুরের এক অ্যাকাডেমির প্রতিষ্ঠিতাও অমিত। তিনি প্রতিবছরই ভিন্ন ভিন্ন উপকরণে প্রতিমা গড়ে তাক লাগিয়ে দুর্গাপুরবাসীকে। ২০০৫ সালে চাল, ডালের প্রতিমা গড়া শুরু। তারপর থেকেই স্ট্র, ইরেজার, রঙিন চক, বাদাম ও বাদাম খোলা, তেজ পাতা, পেন্সিল ছোলা, চাল – ডাল, খই, রঙিন তুলো, কাঁচ দিয়ে প্রতিমা তৈরি করেছেন। এবারে পাস্তা দিয়ে প্রতিমা তৈরি করলেন তিনি।
৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ২০ কেজি ওজনের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে প্রায় দিন ১৫ লেগেছে অমিতবাবুর। পাস্তা ছাড়াও কাগজ, আঠা ও রঙ ব্যবহারও করা হয়েছে এতে। শিল্পীর কথায়, “এই প্রতিমার মাধ্যমে ছাত্র ছাত্রীরাও নতুন কিছু জানতে পারছে।” উল্লেখ্য, বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা মতে, এবছর ২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বেলা ১২টা ৩৪ মিনিটে পড়ছে পঞ্চমী। পরদিন ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট নাগাদ ছাড়ছে পঞ্চমী। সুতরাং দুদিনই পুজো করা যেতে পারে। আবার, দৃকপঞ্জিকা অনুযায়ী, ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ১৪ মিনিট থেকে সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। সেক্ষেত্রে দুইয়ের মধ্যে যেকোন একদিন বাগদেবীর আরাধনা করতেই পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.