প্রতীকী ছবি
দেবব্রত দাস, খাতড়া: নাবালিকা ছাত্রীকে ফোন করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ। বিষয়টা প্রকাশ্যে আসতেই বাঁকুড়ার গড় রাইপুর হাইস্কুলের শিক্ষককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভে শামিল হন অভিভাবকরা। তবে এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত শিক্ষক।
গড় রাইপুর হাই স্কুলের ভুগোলের শিক্ষক হলেন অপূর্বরবি মণ্ডল। তিনি পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেলের রাইপুর ব্লক সাধারণ সম্পাদক। ওই নাবালিকা ছাত্রীর বাবার দাবি, স্কুলের শিক্ষক হিসাবে অভিযুক্ত ব্যক্তি একাধিকবার তাঁর মেয়েকে ফোন করেছেন। দিন সাতেক আগে রাতে ওই শিক্ষক নাবালিকাকে ফোন করেন। ফাঁকা থাকলে একা থাকলে কথা বলার অনুরোধ করেন। অভিযোগ, তখনই তাঁর মেয়েকে কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। নাবালিকা বাড়িতে বিষয়টা জানায়। এরপরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অডিও ক্লিপ।
প্রতিবাদে সোমবার গড় রাইপুর হাই স্কুলের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন অভিভাবক ও স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে গল্প করতে খুবই ভালোবাসেন। এর আগেও কয়েকজনের সঙ্গে উনি এই রকম অশ্লীল কথোপকথন করেছেন বলে দাবি। তবে ভয়ে কেউ কোনওদিন মুখ খোলেননি। এই ছাত্রী মুখ খোলায় বিপাকে পড়েছেন ওই শিক্ষক। এবিষয়ে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযূষকান্তি বেরা বলেন, “গড় রাইপুর স্কুলের একটা ঘটনা শুনেছি। অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে এই ব্যাপারে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” রাইপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রীর পরিবারের তরফে এখনও লিখিতভাবে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.