শ্রীকান্ত পাত্র, ঘাটাল: প্রেমের টানে ঘর ছেড়েছিল নাবালিকা। পুলিশের সহযোগিতায় খুঁজে বের করে মাধ্যমিকের ফর্ম ফিল-আপ করাল স্কুল কর্তৃপক্ষ। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল।
জানা গিয়েছে, ঘাটালের রথীপুর বড়দা বানিপীঠ হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। ২০২৪ সালে মাধ্যমিক দেবে সে। সম্প্রতি দাসপুরের এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে তাদের মধ্যে। এই পরিস্থিতিতে কিছুদিন আগে আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যায় ওই ছাত্রী। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও মেয়ের সন্ধান পাননি পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা ঘাটাল থানার পুলিশের দ্বারস্থ হন।
এদিকে শুরু হয়েছে মাধ্যমিকের ফর্ম ফিল-আপ। নাবালিকা না আসায় স্কুলের তরফে খোঁজ শুরু করা হয়। তখনই তাঁরা গোটা বিষয়টা জানতে পারেন। এর পর স্কুলের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। স্কুল, থানা ও চাইল্ড লাইনের সহযোগিতায় উদ্ধার হয় নাবালিকা। এর পরই ফর্ম ফিলআপ করা হয়। জানা গিয়েছে, নাবালিকাকে উদ্ধার করা হলেও তার প্রেমিকের হদিশ পাওয়া যায়নি। এদিকে ছাত্রী স্কুলে এসে ফর্ম পূরণ করায় খুশি স্কুল কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.