প্রতীকী ছবি।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: হস্টেলের ম্যানেজমেন্ট পড়ুয়ার রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের (Durgapur) নিউটাউনশিপ থানা এলাকার ফুলঝোড় মোড় এলাকায়। ব়্যাগিংয়ের জেরে মৃত্যু পড়ুয়ার বলেই দাবি পরিবারের। ইতিমধ্যেই মৃতের তিন সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ এবং হস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম রাজদীপ সরকার(১৮)। পূর্ব বর্ধমানের আউশগ্রামের দাড়িয়াপুরের বাসিন্দা তিনি। দুর্গাপুরের নিউটউনশিপ থানার ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিবিএ প্রথম বর্ষের পড়ুয়ার তিনি। হস্টেলে থাকতেন। মৃত পড়ুয়ার জেঠু চঞ্চল সরকার জানান, রবিবার দুপুর দেড়টা নাগাদ কলেজের হস্টেলের ছাদ থেকে রাজদীপ পড়ে গিয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। গুরুতর আহত অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর দেওয়া হয়। কিন্তু তারা হাসপাতালে পৌঁছতেই রাজদীপের মৃত্যু সংবাদ পান। রাজদীপের চোখে মুখে মিলেছে আঘাতের চিহ্ন।
চঞ্চলবাবুর অভিযোগ, কলেজে গিয়ে তারা জানতে চান কীভাবে মৃত্যু হল তাঁদের ছেলের। তখন কর্তৃপক্ষ প্রথমে জানায় খাট থেকে পড়ে গিয়েছিলেন রাজদীপ। তার পর আবার জানান ফোনে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে গিয়েছে। পরিবারের দাবি, স্পষ্টভাবে তাঁদের জানানো হচ্ছে না কলেজের তরফে। তাঁদের আশঙ্কা, র্যাগিংয়ের ফলেও মৃত্যু হতে পারে রাজদীপের। যদিও এই বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রাজদীপ রায় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “গল্প করছিল রাজদীপ ও সিদ্ধার্থ নামের এক পড়ুয়া। সেই সময়ে খাটে বসতে গিয়ে আচমকা মেঝেয় পড়ে যায় রাজদীপ। মেঝেতে থাকা একটি স্টিলের গ্লাসের উপর পড়ে যায়। চোখের উপর আঘাত লাগে।” অধ্যক্ষ জানান, তাঁরা নিজেরা তদন্ত কমিটি তৈরি করে এই ঘটনার তদন্ত করবেন। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক মোদি জানান, “পরিবারের তরফে অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.