Advertisement
Advertisement

চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি, আহত দশম শ্রেণির ছাত্রী

অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব বিজেপির জেলা সভাপতি।

A student injured in a shootout
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 8, 2019 4:43 pm
  • Updated:March 8, 2019 4:43 pm  

শঙ্কর কুমার রায়, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের চোপড়ায় ফের চলল গুলি। তৃণমূল-বিজেপি কোন্দলে গুলিবিদ্ধ দশম শ্রেণির পড়ুয়া এক কিশোরী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ইসলামপুর হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার জেরে এখনও থমথমে চোপড়া। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

[গর্ত খুঁড়ে মজুত চোলাই তৈরির সামগ্রী, হতবাক পুলিশ]

জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপির বুথ কমিটির সভাপতি সত্যেন সিংহের বাড়ির পাশে একটি ফাঁকা জমি রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জমি কার দখলে থাকবে তা নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতেও জমি নিয়ে বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে বিবাদ বাধে। শুক্রবার সকালেও চাপা উত্তেজনা বজায় ছিল এলাকায়। অভিযোগ, এদিন সকাল নটা নাগাদ ফের দু’দলের কর্মী সমর্থকদের মধ্যে জমিদখল নিয়ে ঝামেলা শুরু হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, সেইসময় তৃণমূল কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হন। বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এক কিশোরী। অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে দশম শ্রেণির ওই পড়ুয়ার পায়ে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই প্রিয়াঙ্কা সিংহ নামে ওই কিশোরী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় ওই কিশোরীর। ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছে প্রিয়াঙ্কা।

Advertisement

[লাইনের ফিসপ্লেট সরে যাওয়ায় বিপত্তি, দীর্ঘক্ষণ ব্যাহত ব্যান্ডেল-কাটোয়া শাখার ট্রেন চলাচল ]

এই ঘটনার পরই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে চোপড়ার কুমারটুলি এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের উপর অন্যায়ভাবে আক্রমণ করেছে শাসকদলের কর্মীরা। যদিও বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। বিজেপির জেলা সভাপতি নির্মল দাস বলেন, ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, নাহলে শুধু চোপড়া নয় গোটা উত্তর দিনাজপুর স্তব্ধ করে দেবে বিজেপির কর্মী-সমর্থকরা। ঘটনার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও এখনও থমথমে এলাকা।          

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement