Advertisement
Advertisement
আত্মহত্যার চেষ্টা

বাড়িতে না জানিয়ে ‘নাইট আউট’, বাবার বকুনি খেয়ে আত্মহত্যার চেষ্টা ছেলের

হাতের শিরা কেটে ও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে একাদশ শ্রেণীর ওই ছাত্রটি৷

A student attempt to suicide in Diamond Harbour
Published by: Sayani Sen
  • Posted:March 26, 2019 11:14 am
  • Updated:March 26, 2019 12:33 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: টিউশন পড়তে যাওয়ার নাম করে বন্ধুর বাড়িতে রাত কাটিয়েছিল স্কুলছাত্র৷ তার জেরেই বকাঝকা করেছিলেন বাবা৷ সেই অভিমানেই হাতের শিরা কেটে ও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা একাদশ শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার উত্তর মহেন্দ্রপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিপন্মুক্ত ছাত্রটি৷ 

[ আরও পড়ুন: দেড় মাস পরেও মেলেনি কেন্দ্রের সাহায্য, ক্ষুব্ধ পুলওয়ামায় শহিদদের পরিবার]

গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র বিদ্যামন্দির স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ইকবাল আহমেদ৷ রবিবার রাতে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় সে৷ কিন্তু রাত বাড়লেও বাড়ি ফিরে আসেনি স্কুলছাত্র৷ অভিভাবক এবং আত্মীয়স্বজন উদ্বিগ্ন হয়ে পড়েন৷ রাতেই শুরু হয় খোঁজাখুঁজি৷ সোমবার সকালে বাড়িতে ফেরে ইকবাল। সে জানায়, রাতে বন্ধুর বাড়িতেই ছিল। দেরি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারেনি। একথা শুনেই রেগে যান ছাত্রের বাবা আবু বক্কর৷ বন্ধুর বাড়িতে থাকার কথা কেন বলে গেল না সে এবং কেনই বা ফোনে জানিয়ে দিল না বাড়িতে, তা নিয়ে ছেলেকে বকাঝকাও করেন তিনি। পরিস্থিতি একটু শান্ত হলে বাড়ি থেকে বেরিয়ে যায় ইকবাল। বেলা গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি ওই স্কুলছাত্র৷ আবারও বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পাশেই নদীর ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে৷ তড়িঘড়ি ছাত্রকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই ভরতি রয়েছে ওই ছাত্র। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সে বিপদ্মুক্ত৷

Advertisement

[ আরও পড়ুন: তৃণমূল প্রার্থীর নামের আগেও ‘কমরেড’! দেওয়ালের লেখা দেখে হাসির রোল নেটদুনিয়ায়]

চিকিৎসকরা ছাত্রের বাবাকে জানিয়েছেন, ইকবাল ধারালো কিছু দিয়ে হাতের শিরা কাটার চেষ্টা করে৷ মৃত্যু নিশ্চিত করতে বিষও খায় সে৷ বাবা বকাবকি করায় অভিমানে আত্মঘাতী হতে চেয়েছিল বলেও চিকিৎসকদের জানায়। এই ঘটনায় পরিজন-প্রতিবেশীরা অবাক৷ তুচ্ছ ঘটনায় আত্মহত্যার চেষ্টায় রীতিমতো হতবাক প্রত্যেকেই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement