Advertisement
Advertisement

Breaking News

Kaliagujn

ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা-হাতাহাতি জনতার, প্রবল উত্তেজনা কালিয়াগঞ্জে

পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের।

A student allegedly raped and murdered by a youth in North Dinajpur | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 21, 2023 12:39 pm
  • Updated:April 21, 2023 12:39 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। পুলিশ দেহ উদ্ধারে এলে তাঁদের ঘিরে চলে বিক্ষোভ, ভাঙচুর। সব মিলিয়ে অগ্নিগর্ভ এলাকা।

জানা গিয়েছে, কালিয়াগঞ্চের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয় সে। তারপর আর ফেরেনি। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও কোনও কোনও লাভ হয়নি। কোথাও হদিশ মেলেনি ছাত্রীর। শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি নয়ানজুলিতে তার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। অভিযোগ, এলাকারই এক যুবক এই ঘটনার পিছনে। ওই যুবকই নাকি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে নাবালিকাকে।

Advertisement

[আরও পড়ুন : পূর্বাভাস সত্যি করে শুক্রবারই আবহাওয়ায় খানিকটা বদল রাজ্যে! বৃষ্টির দেখা পেল এই জেলাগুলি]

পুলিশ দেহ উদ্ধারের চেষ্টা করলে বাধা দেয় স্থানীয়রা। তাঁদের দাবি, আগে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভকারীদের সরিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। চলে ভাঙচুর। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায় উত্তেজিত জনতা। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো ব়্যাফ। লাঠিচার্জ ও করা হয়। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, এখনও আয়ত্তে আসেনি পরিস্থিতি। পুলিশের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন: রবিবারই স্বস্তির বৃষ্টি বাংলায়? গরম থেকে মুক্তির আশায় মহা শান্তি যজ্ঞের আয়োজন নদিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement