Advertisement
Advertisement

Breaking News

Student admitted to hospital after snakebite in Jalpaiguri

পরীক্ষা চলাকালীন ক্লাসরুমেই সাপের ছোবল! অসুস্থ ছাত্রী

এই ঘটনার পর সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা।

A student admitted to hospital after snakebite in Jalpaiguri । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:August 5, 2023 2:28 pm
  • Updated:August 5, 2023 2:28 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: পরীক্ষা চলাকালীন ক্লাসরুমেই সাপের ছোবল। গুরুতর অসুস্থ দশম শ্রেণির ছাত্রী। শনিবার ধূপগুড়ি গার্লস হাইস্কুলের ঘটনায় আতঙ্ক। এই ঘটনার পর সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা।

জখম সোয়া আকতার দশম শ্রেণির ছাত্রী। ইউনিট টেষ্টের জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল শনিবার। পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে। অসুস্থ বোধ করে সে। ছাত্রী স্কুলের শিক্ষিকাদের সাপের কামড়ের কথা জানায়। তড়িঘড়ি অপর শ্রেণিকক্ষে থাকা ছাত্রীর বোনকে ডেকে পাঠান শিক্ষিকা। পরিবারকেও খবর দেওয়া হয়। তারপরই তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই পর্যবেক্ষণে রয়েছে সে।

Advertisement

[আরও পড়ুন: এবার আরও কম সময়ে বিহার! ট্রায়াল রান শুরু হাওড়া-পাটনা বন্দে ভারতে এক্সপ্রেসের]

কোন সাপ ছাত্রীকে কামড়েছে, তা জানতে স্কুল কর্তৃপক্ষ সাপটির ছবি তুলে রাখে। চিকিৎসককেও দেখায়। সাপটি বিষহীন না বিষধর, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। বর্ষাকালে সাপের উপদ্রব স্বাভাবিকভাবেই বাড়ে। স্কুল কর্তৃপক্ষ সে কথা মাথায় রেখে উপযুক্ত পদক্ষেপও নিয়েছিল। তা সত্ত্বেও এই ঘটনায় কচিকাঁচাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পর সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা।

[আরও পড়ুন: টাকা ও পদের লোভ দেখিয়ে বিজেপির জয়ী প্রার্থীকে কেনার চেষ্টা! হাতেনাতে পাকড়াও তৃণমূল কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement