Advertisement
Advertisement
আরপিএফ কর্মী

রক্ষকই ভক্ষক! রাতের ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত আরপিএফ কর্মী

অভিযুক্ত আরপিএফ কর্মীকে শুক্রবার তোলা হবে শিয়ালদহ আদালতে৷

A RPF officer allegedly molested a women Thursday night
Published by: Tanujit Das
  • Posted:September 6, 2019 2:00 pm
  • Updated:September 6, 2019 3:18 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের রাতের ট্রেনে মহিলার শ্লীলতাহানি৷ আর এবার অভিযোগের তির এক আরপিএফ কর্মীর বিরুদ্ধে৷ অর্থাৎ রক্ষকই এবার হয়ে উঠল ভক্ষক! এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল সোনারপুর স্টেশনে৷ অভিযুক্ত আরপিএফ কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রেল পুলিশ৷ ধৃতের নাম সমরেশ মণ্ডল। শুক্রবার তাকে তোলা হবে শিয়ালদহ আদালতে৷

[ আরও পড়ুন: ঔদ্ধত্য দেখাচ্ছেন মহুয়া! মুখ্যমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ বিধায়কের ]

Advertisement

জানা গিয়েছে, স্বামী অভি রায়ের সঙ্গে গড়িয়াতে বাস করেন অভিযোগকারী মহিলা৷ বাংলা সিরিয়ালে কাজ করেন তিনি৷ সেই কাজের সূত্রেই নামখানায় গিয়েছিলেন৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই মহিলা জানিয়েছেন, কাজ সেরে বৃহস্পতিবার রাতে শেষ নামখানা লোকালে ওঠেন তিনি৷ মহিলা কামরা তখন ফাঁকাই ছিল৷ কেবল একজন আরপিএফ কর্মী তাতে বসেছিলেন৷ আর ট্রেন নামখানা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর থেকেই ওই আরপিএফ কর্মী তাঁকে উত্যক্ত করতে থাকে৷ তাঁর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে৷ কুপ্রস্তাব দিতে থাকে তাকে৷ শেষে মহিলার শ্লীলতাহানিরও চেষ্টা করে ওই আরপিএফ কর্মী৷ এ সবের মাঝেই স্বামীকে ফোন করে শোচনীয় অবস্থার কথা জানান মহিলা৷

[ আরও পড়ুন: মোবাইল ছিনতাইকারীদের বাধা দিয়ে গুলিবিদ্ধ যুবক, পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি ]

অভিযোগকারী মহিলার স্বামী অভি রায় জানিয়েছেন, স্ত্রীর ফোন পেয়েই সোনারপুর স্টেশনে পৌঁছে যান তিনি৷ মহিলা কামরা থেকে অভিযুক্ত আরপিএফ কর্মীকে পাকড়াও করেন৷ এরপর তাকে রেল পুলিশের হাতে তুলে দেন৷ সূত্রের খবর, শুক্রবার সকালে অভিযুক্তকে তোলা হবে শিয়ালদহ আদালতে৷ উল্লেখ্য, চলতি সপ্তাহেই চলন্ত ট্রেনে দুষ্কৃতী তাণ্ডবের শিকার হন হাওড়ার ইছাপুরের বাসিন্দা এবং পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক পদে কর্মরত সংযুক্তা পাল। মোবাইল কেড়ে নিয়ে তাঁকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে এক দুষ্কৃতীর বিরুদ্ধে৷ প্রাণে বাঁচলেও, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ায় মাথা ফেটে যায় তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement