Advertisement
Advertisement
করোনা

করোনায় আক্রান্ত পানিহাটির প্রবীণ, গোটা পরিবারকে পাঠানো হল কোয়ারেন্টাইন সেন্টারে

এলাকায় ছড়ায় ব্যাপক আতঙ্ক।

A resident of Panihati tested corona positive, family is in quarantine
Published by: Sulaya Singha
  • Posted:April 13, 2020 9:15 pm
  • Updated:April 13, 2020 9:15 pm

শুভময় মণ্ডল: এবার পানিহাটিতে করোনার থাবা। ষাটোর্ধ্ব এক বৃদ্ধের করোনার রিপোর্ট পজিটিভ আসার পরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তাঁর পরিবার এবং গাড়ির চালককে নিউটাউনের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

দিন কয়েক আগে হার্টের সমস্যা নিয়ে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ওই প্রবীণকে। কিন্তু সেই হাসপাতালে একজন করোনা পজিটিভ রোগী থাকায় তা রবিবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই প্রবীণকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনার পরীক্ষার জন্য পাঠান। রবিবার রাতেই রিপোর্টে জানা যায়, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। কীভাবে তাঁর শরীরে করোনার জীবাণু মিলল, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি সম্প্রতি বিদেশে গিয়েছিলেন কি না কিংবা বিদেশ ফেরত কারও সংস্পর্শে এসেছিলেন কি না, তাও জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বর্তমানে তিনি কোন হাসপাতালে ভরতি তা সঠিকভাবে জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: মারণ ভাইরাস মোকাবিলায় শামিল হুগলির খুদে, ত্রাণ তহবিলে দিল জমানো টাকা]

তবে এ খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পানিহাটির ১০ নম্বর ওয়ার্ডের দু’নম্বর মহাজাতি নগর এলাকায়। ঘটনার পরই প্রবীণের পরিবারের লোকজন এবং তাঁর গাড়িচালককে নিউটাউনের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে পুরসভার তরফে প্রবীণের বাড়ির ওই গলিটিকে সোমবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সেখানে সকলের যাতায়াতের উপর জারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন স্থানীয় কাউন্সিলর প্রবীর মজুমদারও উপস্থিত হন সেখানে। এলাকার বাসিন্দারা যাতে ভীত না হয়, তার জন্য প্রত্যেককে আশ্বস্ত করেন তিনি। বলেন, এলাকাবাসীর সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা করা হবে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার করোনায় আক্রান্ত প্রবীণের বাড়ি এবং ওই এলাকাটি স্যানিটাইজ করা হবে। তাই গুজব ছড়িয়ে অযথা আতঙ্ক তৈরি করার যেন কোনও চেষ্টা করা না হয়।

এদিকে, রাজ্যে আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। সোমবার বিকেল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১০। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, করোনার বলি সাতজন। এবার পানিহাটিতেও করোনা কামড় বসানোয় বাড়ছে উদ্বেগ।

[আরও পড়ুন: প্রসবের পরই করোনা পজিটিভ মা, আতঙ্কে খালি কলকাতা মেডিক্যালের ইডেন বিল্ডিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement