Advertisement
Advertisement

Breaking News

সোনারপুরে শুট আউট

সোনারপুরে শুট আউট, বাড়ির সামনে গুলিতে ঝাঁজরা জমি ব্যবসায়ী

ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।

A promoter killed brutally in a shoot out at Sonarpur.

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 6, 2020 12:05 pm
  • Updated:February 6, 2020 12:11 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সোনারপুরে শুট আউট।
সাতসকালে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে এক যুবককে লক্ষ্য করে গুলি চালাল চার দুষ্কৃতী। গুলিতে ঝাঁজরা হয়ে আক্রান্ত যুবক  বাড়ির সামনেই লুটিয়ে পড়তেই বাইক নিয়ে চম্পট দেয় ওই চারজন। নার্সিংহোমে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালের দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানা রায়পুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, নিহত নারায়ন বিশ্বাস এলাকায় জমির কারবার করতেন। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কারণে শুট আউটের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। আততায়ীদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। মনে করা হচ্ছে, নারায়ণের গতিবিধি উপর নজর রাখছিল আততায়ীরা। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নারায়ন বাড়ি থেকে বেরিয়ে রায়পুরের বাজারের দিকে যাচ্ছিলেন। ঠিক সেইসময় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সূত্রের খবর, চার যুবক বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। চার ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় এসেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নারায়ণের শরীরে একাধিক গুলি লাগে বলে খবর। এরপর ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

[আরও পড়ুন : সিভিক ভলান্টিয়ার নয়, ২৪ ঘণ্টা পুলিশ প্রহরার আরজি গঙ্গারামপুরের নির্যাতিতার]

সাতসকালে গুলির আওয়াজ শুনে ছুটে আসে এলাকার মানুষজন। তাঁরা এসে নারায়নকে উদ্ধার করে নার্সিংহোমের পথে রওনা হন। কিন্তু নার্সিংহোমের যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিহত ব্যক্তি এলাকায় জমির ব্যবসা করতেন। ব্যবসায়িক শত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। জানা গিয়েছে, এর একবছর আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন এই ব্যক্তি। তবে সেবার প্রাণে বেঁচে যান। কিন্তু শেষরক্ষা হল না। নারায়নের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ব্যবসায়িক শত্রুদের সম্পর্কে জানার চেষ্টা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement