Advertisement
Advertisement

সীমান্ত থেকে সাপের বিষ-সহ ধৃত নেপালের নাগরিক

ঘটনার তদন্তের আশ্বাস বনমন্ত্রীর।

a person held with snake poison
Published by: Sayani Sen
  • Posted:February 22, 2019 2:36 pm
  • Updated:February 22, 2019 2:36 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: ফের সীমান্তে এসএসবির জালে চোরা পাচারকারী। এবার শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্ত থেকে সাপের বিষের জার-সহ ধৃত এক পাচারকারী। ধৃতের নাম বলবাহাদুর ইয়াবা। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ধৃত ওই ব্যক্তি নেপালের বাসিন্দা।

[চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগীমৃত্যুতে কাঠগড়ায় কর্তব্যরত আয়া]

বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ইন্দো-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি সীমান্তের আউটপোস্টে কর্তব্যরত ছিলেন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। অভিযোগ, সেই সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। তার আচার-আচরণে সন্দেহ হয় সীমান্তে কর্তব্যরত জওয়ানদের। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কথায় অসংগতি মেলায় তাকে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় অভিযুক্ত বলবাহাদুর ইয়াবার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করে জওয়ানরা। সেই ব্যাগেই ছিল সাপের বিষের জারটি। এরপরই অভিযুক্তকে আটক করে এসএসবি জওয়ানরা। পরে অভিযুক্তকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ, অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। এসএসবি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জারটি চিন থেকে নেপাল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল অভিযুক্ত পাচারকারী।

Advertisement

অস্থায়ী শিবিরে ভয়াবহ আগুন, পুরুলিয়ায় মৃত ৭  ]

তবে উদ্ধার হওয়া জারটিতে আদৌ সাপের বিষই রয়েছে কিনা সেবিষয়ে একই কিছু জানা যায়নি। জারটি খোলার পরেই এবিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানে শুরু হয়েছে তদন্ত। ২০১৫ সাল থেকে ২০১৭ সালের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৬টি সাপের বিষের জার উদ্ধার হয়েছিল। যার আনুমানিক বাজার মূল্য ছিল ৪৯ কোটি টাকা। ফের সাপের বিষ পাচারের বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ। দ্রুত এবিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement