Advertisement
Advertisement

Breaking News

bomb explosion

বোমা বাঁধতে গিয়ে উড়ল বাড়ির ছাদ, মুর্শিদাবাদের সামসেরগঞ্জে মৃত বাবা ও ছেলে

ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

A person and his son died for a crude bomb explosion in samserganj

ছবি : প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:August 15, 2020 11:04 pm
  • Updated:August 15, 2020 11:04 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: বাড়িতে বোমা বাঁধতে গিয়ে হওয়া বিস্ফোরণের মৃত্যু হল বাবা ও চার বছরের ছেলের। বোমার আঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদও। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ (samserganj) থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের মহিসাস্থলীতে। মৃত ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪০)। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিসাস্থলী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকায় বোমা সরবরাহের কাজ করত। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের অভ্যেস মতো বাড়ির এককোণে বোমা বাঁধার কাজ করছিল। সেসময় আচমকা বিস্ফোরণ (explosion) হয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম অবস্থায় তার ছেলেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: চোর সন্দেহে নাবালককে লোহার শিকল দিয়ে বেধড়ক মার, নাম জড়াল তৃণমূল নেতার ]

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই বোমা তৈরির কাজ করত। শনিবার সে যখন বোমা তৈরি করছিল তখনই বিস্ফোরণ হয়। এর জেরে ওই ব্যক্তি ও তার চার বছরের ছেলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও তদন্ত চলছে। তা শেষ হলেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

[আরও পড়ুন: জেল মুক্তি পাওয়ার আগেই ফের গ্রেপ্তার আরামবাগ টিভির সম্পাদক সফিকুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement