সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমান স্টেশন বিপর্যয় কাণ্ডে মৃত্যু হল একজনের। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি ছিলেন তিনি। শনিবার গভীর রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এদিকে, এই ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী স্বপন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি থাকা আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। এই ঘটনার রেলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন প্রায় সকলেই। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটিও গঠন করা হল। আপাতত ঘটনাস্থল ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে।
শনিবার রাত আটটা পাঁচ মিনিট নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের মূল প্রবেশ পথে থাকা ভবনের একাংশ। শনিবার রাতে দুই থেকে তিন দফায় দোতলার বারান্দা ও তিনতলা ছাদের একাংশও ভেঙে পড়ে। খবর পেয়ে বর্ধমান দমকল কেন্দ্রের কর্মী-আধিকারিকরা ছুটে যান। আসে পুলিশও। রেল ও আরপিএফও হাত লাগায় উদ্ধারকাজে। কংক্রিট ও লোহার কাঠামো সরাতে আনা হয় আধুনিক যন্ত্রও। বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের মূল প্রবেশপথেই রয়েছে রেলের অনুসন্ধান কেন্দ্র। সেখানেই এদিন বাইরের দিকে বারান্দার একাংশে ধস নামে। সেখানে থাকা অন্য যাত্রী বা নিকটজনকে স্টেশনে নিতে বা ছাড়তে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দৌড়োদৌড়ি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বারান্দার একাংশ ভেঙে পড়ে। তখন বহু মানুষ দূর থেকে ভিড় করেন। মিনিট দশেকের মধ্যে উপরের বাকি অংশও ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মূল প্রবেশপথের যে অংশটি ভেঙে পড়েছে সেখানে বেশ কয়েকদিন ধরে পিলারে কাজ চলছিল। তারই কোনও ত্রুটিতে এই দুর্ঘটনা হতে পারে। স্টেশন বিপর্যয় গুরুতর জখম হন দু’জন। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। গভীর রাতে ওই হাসপাতালে ভরতি থাকা অবস্থাতেই এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এই দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধমান স্টেশন পরিদর্শনে যান মন্ত্রী স্বপন দেবনাথ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। এই ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত। রেলের তরফে দুর্ঘটনার পরই অবশ্য অনুসন্ধান কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মূল প্রবেশপথ ও তার কিছুটা দূরে থাকা ঢোকার রাস্তাটিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.