Advertisement
Advertisement
Suri Hospital

ইঞ্জেকশন দিতেই রোগী মৃত্যুর অভিযোগ, ক্ষোভে প্রশিক্ষণরত নার্সকে মার! উত্তেজনা সিউড়ি হাসপাতালে

গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

A nurse of suri hospital allegedly beaten up by patient party
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 3, 2024 6:02 pm
  • Updated:June 3, 2024 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঞ্জেকশন দিতেই রোগী মৃত্যুর অভিযোগ। রাগে প্রশিক্ষণরত নার্সকে মারধরের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা বীরভূমের (Birbhum) সিউড়িতে।

জানা গিয়েছে, বীরভূমের সিউড়ির বাসিন্দা মৃত ওই বৃদ্ধ। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ৩০ মে তাঁকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় হাসপাতালের তরফে। সূত্রের খবর, পরিবারের সদস্যরা রাজি হননি। এর পর সোমবার হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধের। পরিবারের অভিযোগ, এক প্রশিক্ষণরত নার্স ওই বৃদ্ধকে ইঞ্জেকশন দেন। এর পরই তাঁর মৃত্যু হয়। তাতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। প্রশিক্ষণরত ওই নার্সকে মারধর করা হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: শোভাযাত্রা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, জয়ের মেগা সেলিব্রেশনের আগাম আয়োজন বিজেপির]

মৃতের পরিবারের অভিযোগ, ওই নার্সের ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই এই ঘটনা। সবমিলিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। তাঁদের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি। ওই নার্সের শাস্তির দাবিতে সরব রোগীর পরিবার। এদিকে নার্সকে মারধরের ঘটনায় তদন্ত ও পদক্ষেপের আর্জি হাসপাতালের। পাশাপাশি গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: দুদশক আগের অঘটনের পুনরাবৃত্তি হবে, এক্সিট পোলের পরও আশাবাদী সোনিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement