Advertisement
Advertisement
Dubrajpur

আর জি কর আবহে বীরভূমে হেনস্তার শিকার নার্স! কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

ওই কাউন্সিলর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকেও মারধর করেন বলে অভিযোগ।

A Nurse of Dubrajpur allegedly harrassed by TMC councillor
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 18, 2024 5:13 pm
  • Updated:November 18, 2024 5:50 pm

নন্দন দত্ত, বীরভূম: আর জি কর আবহে এবার বাংলায় হেনস্তার শিকার নার্স। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রীতমতো তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরকে। নার্সের সঙ্গে বচসা, তাঁর দিকে তেড়ে যাওয়ার অভিযোগ। ওই কাউন্সিলর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকেও মারধর করেন বলে অভিযোগ।

বীরভূমের দুবরাজপুরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন। রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক পরীক্ষা করে জানান, উচ্চ রক্তচাপের জন্যই নাকি শ্বাসকষ্ট। প্রেসার মাপার জন্য নার্সের কাছে যেতে বলেন ডাক্তার। অভিযোগ, সেই সময়ই নাকি নার্সের সঙ্গে অভব্য আচরণ করেন কাউন্সিলর। মারধর করেন এক পুলিশ কর্মীকেও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে।

Advertisement

কী সাফাই শেখ নাজিরুদ্দিনের? কাউন্সিলরের দাবি, তাঁকে প্রেসার মাপতে নার্সের কাছে যেতে বলেছিলেন চিকিৎসক। তিনি গিয়েওছিলেন। অভিযোগ, তাঁকে বসিয়ে রাখলেও প্রেসার মাপেননি নার্স। তাতেই একটা সময়ের পর মেজাজ হারান কাউন্সিলর। তিনি তেড়ে যান নার্সের দিকে। শেখ আসমাউল নামে কনস্টেবলকেও মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সিএমওএইচ বলেন, “আমি বিষয়টা শুনেছি। বিএমওএইচের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement