ফাইল ফটো
সম্যক খান, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশুকে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ওই নিখোঁজ সদ্যোজাতকে উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার সকালে শিশুচুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার কাঞ্চনগিরির বাসিন্দা অভি খামরু এবং সুমিতা দাসের বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগেই। শনিবার সন্ধেয় প্রসব বেদনা নিয়ে মেদিনীপুর মেডিক্যালে ভরতি হন সুমিতা। রাত ন’টা নাগাদ পুত্রসন্তানের জন্ম দেন তিনি। রবিবার সকালে ওই মহিলা ঘুমোচ্ছিলেন। অভিযোগ, ঘুম ভাঙার পর তিনি দেখেন পাশে আর সন্তান নেই। উধাও হয়ে গিয়েছে তাঁর ছেলে। চিৎকার করে কান্নাকাটি শুরু করেন তিনি। জড়ো হয়ে যান অন্যান্যরা। শিশুচুরির কথা ততক্ষণে প্রায় হাসপাতালে থাকা সকলেই জেনে যান। ওই গৃহবধূ তাঁর স্বামীকে গোটা ঘটনাটি জানান। আয়া এবং নিরাপত্তারক্ষীরা এই ঘটনায় জড়িত বলেই অভিযোগের সুর চড়ান নিখোঁজ সদ্যোজাতের পরিজনেরা।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন সদ্যোজাতের বাবা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, এক মহিলাকে কোলে করে ওই শিশুকে নিয়ে চলে যেতে দেখা গিয়েছে। তাঁকে শনাক্ত করে সদ্যোজাতকে উদ্ধারের চেষ্টা শুরু হয়।
প্রায় ঘণ্টাপাঁচেক তদন্তের পর আবারও সদ্যোজাতকে খুঁজে বের করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই তাকে খুঁজে বের করেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ওই মহিলাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিজেদের প্রথম সন্তানকে খুঁজে পেয়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই সদ্যোজাতর বাবা-মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.