ছবি: প্রতীকী।
অভিষেক চৌধুরী, কালনা: ছুরি হাতে মহিলা কামরা থেকে মোবাইল চুরির অভিযোগ। কাজ সেরে পালানোর সময় বিপত্তি। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া-কাটোয়া লোকাল রুটের সমুদ্রগড়-কালীনগর স্টেশনের মাঝে জালুইডাঙার কাছে। এমনই এক ঘটনার পর রাতের ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ সমুদ্রগড় স্টেশন থেকে আপ হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন ছাড়তেই মুখ ঢাকা অবস্থায় এক দুষ্কৃতী মহিলা কামরায় উঠে পড়ে। তার হাতে ছিল ছুরি। এক মহিলা যাত্রীর মোবাইল কেড়ে নেয়। পাশের এক মহিলা যাত্রী বাধা দিতে যান। তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতী। তাঁর কপালে ও হাতে আঘাত লাগে। তাঁর মোবাইল কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে যায় ওই দুষ্কৃতী। এরপরই জখম মহিলা যাত্রী পূজা হাজরা ও জুহি পাল নবদ্বীপ স্টেশনে নেমে আরপিএফ ও জিআরপিকে ঘটনার কথা জানান।
রেললাইনের ধার থেকে ওই দুষ্কৃতীর দেহ উদ্ধার করা হয়। দু’টি মোবাইল ও ছুরিও উদ্ধার করা হয়। কালনা জিআরপি দেহ উদ্ধার করে কালনা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পূজা হাজরা নামে এক যাত্রী বলেন, “সমুদ্রগড় স্টেশন থেকে মুখ ঢেকে এক যুবক আমাদের কামরায় ওঠে। পাশে থাকা জুহি পালের গলায় ছুরি ধরে মোবাইল কেড়ে নেয়। আমি বাধা দিতে গেলে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে কপালে ও হাতে আঘাত করে। এরপরেই ওই যুবক চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যায়।” হাওড়ার এসআরপি পঙ্কজ কুমার দ্বিবেদি বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মৃত যুবকের পকেট থেকে ২টি মোবাইল ও ১টি ছুরি পাওয়া গিয়েছে। তবে পরিচয় জানা যায়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.