Advertisement
Advertisement
Purba Bardhaman

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, শোরগোল জামালপুরে

ওই বিজেপি কর্মী নিগৃহীতাকে টিউশন পড়াত বলে খবর।

A minor girl of Purba Bardhaman allegedly physically harassed by tutor | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 26, 2024 8:17 pm
  • Updated:February 26, 2024 8:21 pm  

সৌরভ মাজি, বর্ধমান: গৃহশিক্ষকের লালসার শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মী হিসেবে পরিচিত ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর থানা এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব সবমহল।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই নাবালিকা। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। এলাকারই বাসিন্দা সব্যসাচী মশান নামে এক যুবক ওই ছাত্রীকে টিউশন পড়াত। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ওই যুবক। অভিযোগ, পড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলে অভিযুক্ত। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা]

ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল, সিপিএম। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন তারা। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে নারাজ। পুলিশ সূত্রে খবর, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতে নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করাতে চায় পুলিশ।

 

[আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বিপদ, বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement