প্রতীকী ছবি
সুবীর দাস, কল্যাণী: লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা। হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিলেন নাবালিকা। যদিও জন্মের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী বৃদ্ধকে। ঘটনাস্থল নদিয়ার চাকদহ।
জানা গিয়েছে, নদিয়ার চাকদহের বাসিন্দা ওই নাবালিকা। অভিযোগ, সাধন দাস নামে প্রতিবেশী বৃদ্ধ বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করে। কাউকে জানালে খুনের হুমকিও দেয়। ভয়ে নির্যাতিতা কাউকে কিছু বলেনি। সম্প্রতি নাবালিকা অসুস্থ পড়ে পড়ে। বৃহস্পতিবার চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টা জানাজানি হয়। জানা যায়, নাবালিকা ৭ মাসের অন্তঃসত্ত্বা। এদিনই প্রসব করে নাবালিকা। এক শিশুপুত্রের জন্ম দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়েছে।
এর পরই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার, প্রতিবেশীরা। ক্ষোভে ফুঁসছে সকলে। উল্লেখ্য, আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। প্রতিবাদে পথে গোটা বাংলা। পাশে দাঁড়িয়েছেন দেশ-বিদেশের বাসিন্দারাও। সুবিচারের দাবিতে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের উপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.