Advertisement
Advertisement
haroa

নৃশংস! ১১ বছরের ভাগ্নির গায়ে ভাতের ফ্যান ঢেলে দিল মামী

কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা।

A minor girl attacked by aunt in North 24 pgs | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 8, 2022 10:39 am
  • Updated:March 8, 2022 10:39 am  

গোবিন্দ রায়, বসিরহাট: জমি বিবাদের জের। নাবালিকার গায়ে ভাতের গরম ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগ উঠল মামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়ার কাঁকুরিয়া গ্রামে। ইতিমধ্যেই গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে। তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, আক্রান্ত খুদের নাম পাপিয়া খাতুন। বয়স মাত্র ১১ বছর। বাবা-মায়ের সঙ্গে মামাবাড়িতে থাকত সে। সূ্ত্রের খবর, মামার সঙ্গে খুদের বাবা-মায়ের জমি জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। সেই রাগই গিয়ে পড়ে পাপিয়ার উপর। অভিযোগ, সম্পত্তিগত বিবাদের জেরেই রবিবার রাতে এগারো বছরের পাপিয়ার গায়ে ভাতের ফ্যান ঢেলে দেয় মামী। পুড়ে যায় শরীরে বেশ কিছুটা অংশ। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় ফের করোনায় মৃত্যুহীন রাজ্য, সুস্থতার হারে স্বস্তিতে বঙ্গবাসী]

বিষয়টি টের পাওয়ামাত্রই প্রতিবেশীদের সহযোগিতায় পাপিয়াকে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বাবা-মা। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলছে খুদের। এদিকে ঘটনার পরই গ্রেপ্তার করা হয় মামী মামণি বিবিকে। বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে সে।

[আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক বিলি, বিতর্কে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement