Advertisement
Advertisement

Breaking News

Rape

টিউশন পড়ানোর নামে নবম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ! গ্রেপ্তার স্কুল শিক্ষক

অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের।

A minor girl allegedly raped by teacher in Gopalnagar, West Bengal | Sangbad Pratidin

ছবি:‌ প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 22, 2022 4:17 pm
  • Updated:July 22, 2022 4:17 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। নবম শ্রেণির স্কুল ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে (Gopalnagar)।

জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকারই বাসিন্দা অভিযুক্ত যুবক। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সে। তার পাশাপাশি টিউশনও পড়াত। এলাকার অনেক পড়ুয়াই তার কাছে পড়ত। চলতি বছরের জানুয়ারি মাস থেকে তার কাছে পড়া শুরু করে ওই নাবালিকা। অভিযোগ, এরপর থেকে সুযোগ পেয়ে একাধিকবার ও ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক। কিন্তু ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি নাবালিকা। তবে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিল নির্যাতিতা।

Advertisement

[আরও পড়ুন: বাইকে ধাক্কা ট্রাকের, ৩৪ নং জাতীয় সড়কের দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলেও অক্ষত শিশু]

স্থানীয় সূত্রে খবর, নাবালিকা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। কারও সঙ্গে বিশেষ কথা বলত না। বিষয়টিতে সন্দেহ হয় পরিবারের। এরপর চেপে ধরতেই পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। গোটা বিষয়টা জানায় সে। বৃহস্পতিবার বিকেলে গোপালনগর থানার দারস্থ হয় পরিবার৷ অভিযোগ পেয়ে পুলিশ পকসো ধারায় মামলা রজু করেছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

এই ঘটনা এই প্রথম নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার প্রকাশ্যে আসছে নারী নির্যাতনের ঘটনা। এ নিয়ে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তদের শাস্তি হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি।

[আরও পড়ুন: বিএড পড়তে চাই, মুখ্যমন্ত্রীর কাছে আরজি প্রথম শবর স্নাতকোত্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement