প্রতীকী ছবি
গোবিন্দ রায়, বসিরহাট: ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বৃদ্ধকে। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতা, তাঁর পরিবার ও প্রতিবেশীরা।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা ওই নাবালিকা। দশম শ্রেণির ছাত্রী সে। বুধবার সকালে তার বাবা-মা কিছু প্রয়োজনে কলকাতা চলে গিয়েছিলেন। ফলে বাড়িতে একাই ছিল নাবালিকা। সেই সময় তাদের বাড়ি যান এলাকার বাসিন্দা এক বৃদ্ধ। পরিচিত হওয়ায় সহজেই বাড়িতে প্রবেশের অনুমতি পান তিনি। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকাকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ।
বাবা-মা বাড়ি ফিরতেই নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। গোটা বিষয়টা বাড়িতে জানায়। এর পর ওই ছাত্রী জানায় সোজা হাসনাবাদ থানায় হাজির হয়। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিনই ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাকে ১৪ দিনের পুলিশে হেফজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাসনাবাদ থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.