Advertisement
Advertisement
Murshidabad

নিজের মেয়েকে লাগাতার ‘ধর্ষণ’, নাবালিকা অন্তঃসত্ত্বা হতেই জানাজানি! গ্রেপ্তার বাবা

অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

A minor girl allegedly physically assulted by father in Murshidabad | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 12, 2023 6:00 pm
  • Updated:October 12, 2023 6:00 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshibad) সুতি থানা এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম আশরাফুল মোমিন (৪৮)। বছরের বেশিরভাগ সময় বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করত আশরাফুল। মাস দেড়েক আগে সুতিতে নিজের বাড়িতে ফেরে সে। অভিযোগ, ছয় সন্তানের বাবা আশরাফুল বাড়ি ফেরার পর থেকে নিজের অষ্টম শ্রেণির ছাত্রী মেয়েকে ক্রমাগত ধর্ষণ করে। কয়েকদিন আগে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়ে। মা চিকিৎসার জন্য মেয়েকে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছে।

Advertisement

[আরও পড়ুন: অষ্টমীতে ধুনো পোড়ানো, নবমীতে কাদা খেলার রীতি! ২৬৫ বছরে পড়ল রানাঘাটের পালবাড়ির পুজো]

নির্যাতিতার মা জানিয়েছেন, মাস দেড়েক আগে তাঁর স্বামী বাড়ি ফেরে। এর পরই অশান্তি-মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এই সুযোগেই মেয়ের উপর অত্যাচার শুরু করে অভিযুক্ত। নির্যাতিতার মা আরও বলেন, তার স্বামী মেয়েকে হুমকি দিয়েছিল এই ঘটনার কথা সে কাউকে জানালে তাকে খুন করে দেবে। প্রাণভয়ে চোদ্দ বছরের নাবালিকা কাউকে বিষয়টি জানাতে পারেনি। ঘটনার কথা জানাজানি হতেই বুধবার রাতে নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের তরফ থেকে সুতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এ বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। নির্যাতিতার মেডিক্যাল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে।”

[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর চোখে সুচ ফুটিয়ে খুন! কাঠগড়ায় স্ত্রী ও প্রেমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement