অভিষেক চৌধুরী, কালনা: নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার প্রৌঢ় স্কুল শিক্ষক। মঙ্গলবার কালনা আদালতে তোলা হয়েছে ধৃতকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালনা শহরের শ্যামগঞ্জপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম অখিলেশ্বর সরকার। বহু ছাত্রছাত্রীকে পড়াত সে। কালনা শহরের আমলাপুকুর এলাকার এক দশম শ্রেণির ছাত্রীকে পড়াত সে। অন্যান্যদিনের মতোই সোমবার কালনা শহরের একটি সরকারি স্কুলের শিক্ষক অখিলেশ্বর সরকারের বাড়িতে পড়তে যায় ওই নাবালিকা। অভিযোগ, ছাত্রীকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে অভব্য আচরণ করে ওই প্রৌঢ়। শ্লীলতাহানি করে। আতঙ্কে চিৎকার শুরু করে ওই পড়ুয়া। তখনই অভিযুক্ত কিশোরীকে হুমকি দেয়। কাউকে জানালে ফল খুব খারাপ বলে ভয় দেখায়।
যদিও তাতে শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। এরপরই ওই নাবালিকা ছাত্রীর পরিবার কালনা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শিক্ষকের এই আচরণে রীতিমতো ক্ষু্ব্ধ নিগৃহীতার পরিবারের সদস্যরা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.