Advertisement
Advertisement

Breaking News

Siliguri

পরনে শাড়ি, কপালে টিপ! শিলিগুড়িতে দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

A minor boy of siliguri allegedly commits suicide | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 12, 2022 9:25 pm
  • Updated:December 12, 2022 9:25 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পরনে শাড়ি-ব্লাউজ-মহিলাদের অন্তর্বাস, কপালে টিপ। ওই পোশাক পরা অবস্থায় উদ্ধার এক কিশোরের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুরনিগমের দক্ষিণ শান্তিনগর এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপেশ মণ্ডল। বয়স ১৬ বছর। শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া ছিল দীপেশ। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পড়াশোনা সংক্রান্ত কোনও সমস্যা ছিল না। সোমবার দুপুরে বাড়িতে একা ছিল দীপেশ। পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফিরে দেখেন দীপেশের ঘরের দরজা হালকা করে খোলা। চলছিল টিভি। ঘরে ঢুকতেই দেখেন দীপেশের ঝুলন্ত দেহ। দেখা যায়, দীপেশের পরনে শাড়ি-ব্লাউস, টিপ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদে ভুগছিল দীপেশ।

Advertisement

[আরও পড়ুন: ‘মর্নিং ওয়াকে বেরিয়ে কোনও মন্তব্য করি না’, ডিসেম্বরের ধামাকা মঞ্চে দিলীপকেই খোঁচা শুভেন্দুর]

মৃত কিশোরের জেঠিমা জয়ন্তী মণ্ডল বলেন, “কী করে এসব হল বুঝতে পারছি না। দীপেশের আচরণে অস্বাভাবিকতা ছিল না। আমরা সত্যিই অবাক।” তবে কি নিজের সত্ত্বার সঙ্গেই লড়াই চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছিল দীপেশ। নাকি নেপথ্যে রয়েছে অন্য রহস্য, তা এখনও অজানা।

প্রসঙ্গত, সম্প্রতি শহর শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবকের পরনেও ছিল মহিলাদের পোশাক। এরপর ফের একই ধরণের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার কিনারা করতে পরিবার ছাড়াও মৃত কিশোরের পড়শিদের সঙ্গে কথা বলছে। খোঁজ নেওয়া হচ্ছে স্কুলেও।

[আরও পড়ুন: সোনাগাছিতে অনলাইন প্রতারণার ফাঁদ, ৯০ হাজার টাকা খোয়ালেন জওয়ান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement