ছবি: প্রতীকী।
চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের আরও ৩ সদস্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর এলাকায়।
বছরের শুরুতে শীতের দাপটে জবুথবু রাজ্যবাসী। শেষ কয়েকদিনে কলকাতা ও জেলাগুলির তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী হলেও সকাল ও রাতে দাপট দেখাচ্ছে শীত। ফলে শীতের কামড় থেকে বাঁচতে আসানসোল-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘরের ভিতর উনুন জ্বালিয়ে রাখা হচ্ছে। সেই উনুন থেকেই ভয়ংকর ঘটনা ঘটল আসানসোলের সালানপুরে। জানা গিয়েছে, বুধবার শীতের হাত বাঁচতে ঘরের ভিতর উনুন জ্বালিয়েছিলেন প্রকাশ সাউ ও তাঁর স্ত্রী গুড়িয়া। বন্ধ করে দিয়েছিলেন জানলা-দরজা। সোনু ও মোনু দুই ছেলেকে নিয়ে সারারাত ওভাবেই থাকেন তাঁরা।
পরের দিন সকালে বোনকে ফোন করে প্রকাশবাবু জানান, তিনি অসুস্থ বোধ করছেন। ঘর থেকে বের হতে পারছেন না। এরপরই তাঁর বোন ছুটে আসেন। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। অচেতন অবস্থায় ২ শিশু-সহ দম্পতিকে উদ্ধার করেন তাঁরা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দম্পতির বড় ছেলে সোনুকে মৃত বলে ঘোষণা করে।
হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, কাঠ কয়লার আগুন থেকে কার্বণ মনোক্সাইড গ্যাস ঘরে ছড়িয়ে পড়েছিল। ওই বিষাক্ত গ্যাসেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে কিশোরের। বাকিদের চিকিৎসা চলছে। উল্লেখ্য, সোমবার জামুড়িয়ায় টিউশন পড়তে গিয়ে ১০ জন শিশু একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল। দিনের বেলায় ওই ঘটনা ঘটায় সকলেই প্রাণে বেঁচে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.