Advertisement
Advertisement
খুন

বন্ধুদের সঙ্গে বেরিয়ে রহস্যজনকভাবে উধাও সোনারপুরের কিশোর, নয়ানজুলিতে মিলল দেহ

কিশোরের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে।

A minor boy allegedly murdered in south 24 pargana's champahati

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 16, 2020 12:16 pm
  • Updated:August 16, 2020 12:16 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বন্ধুদের সঙ্গে বেরিয়ে শনিবার সন্ধেয় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল সোনারপুরের এক কিশোর। রবিবার সকালে চম্পাহাটি থেকে উদ্ধার হল তার দেহ। জানা গিয়েছে, নিহত কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি বারুইপুর (Baruipur) থানার চম্পাহাটির কাটাখাল এলাকার। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে ওই কিশোরকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নুরবানু সর্দার নামে ওই কিশোরের বাড়ি সোনারপুর থানার বিদ্যাধরপুর এলাকায়। শনিবার সন্ধেয় চার বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। মোটরবাইকে বের হয় সে। এরপর সারারাত বাড়ি ফেরেনি। বন্ধ ছিল মোবাইলও। রবিবার সকালে এক ব্যক্তি নিহত কিশোরের দাদার ফোনে ফোন করে দেহ পড়ে থাকার খবর দেন।পরিবারের লোকজন বারুইপুরের কাটাখাল এলাকায় গিয়ে দেখেন নয়ানজলির পাশে পড়ে রয়েছ নুরবানুর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। যেখানে দেহ পড়েছিল তার কিছুটা দূর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি যে বন্ধুরা তাকে ডেকে নিয়ে এসেছিল তাদের কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কীভাবে পেশায় দিনমজুর ওই কিশোরর মৃত্যু হল? এখনও সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: চোর সন্দেহে নাবালককে লোহার শিকল দিয়ে বেধড়ক মার, নাম জড়াল তৃণমূল নেতার]

জানা গিয়েছে, যে ব্যক্তি ফোনে ওই কিশোরের পরিবারকে দেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন দীর্ঘক্ষণ ধরে সেই নম্বরটিও বন্ধ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তাকে খুন করা হয়েছে। জলে ডুবিয়া খুন করা হয়েছে বলেই অনুমান। মনে করা হচ্ছে, আঘাতের চিহ্ন ধস্তাধস্তির কারণেই। এই ঘটনার কিনারা করতে যে সমস্ত বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

[আরও পড়ুন: জেল থেকে মুক্তি পাওয়ার আগেই ফের গ্রেপ্তার ‘আরামবাগ টিভি’র সম্পাদক সফিকুল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement