Advertisement
Advertisement

Breaking News

Bardhaman

‘খেলবি চল’, নাবালককে ডেকে যৌন নিগ্রহ! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’

নাবালকের মামা হাতেনাতে ধরে ফেলে অভিযুক্তকে।

A minor boy allegedly molested by neighbour in Bardhaman | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 3, 2023 2:35 pm
  • Updated:December 3, 2023 2:35 pm  

সৌরভ মাজি, বর্ধমান: খেলতে নিয়ে গিয়ে মাঠে নাবালকের উপর যৌন নির্যাতন। গ্রেপ্তার মদ ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Burdwan) জামালপুরে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিভাস কোনার। তার বয়স ৫৬ বছর। পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা তিনি। পেশায় মদ ব্যবসায়ী। অভিযোগ, শনিবার বিকেলে ৭ বছর বয়সী ওই নাবালককে খেলার নাম করে মাঠে নিয়ে যায়। সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয়। ঘটনাচক্রে নির্যাতিতের মামা সেখানে গেলে অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় ওই প্রৌঢ়। তড়িঘড়ি পোশাক পড়ে নেওয়ার চেষ্টা করে। তবে ততক্ষণে একটি ভিডিও রেকর্ড করে নেন নাবালকের মামা। তার পর ভাগ্নেকে উদ্ধার করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: উত্তরকাশী টানেল বিপর্যয়: ঝুঁকি থাকলেও কাজে ফিরতে হবে! বলছেন ‘মৃত্যুঞ্জয়ী’ সৌভিক-জয়দেবরা]

ওইদিনই গোটা বিষয়টা জানিয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভাসকে গ্রেপ্তার করেছে। এদিন বর্ধমান আদালতে তোলা হয় ধৃতকে। আদালতে নিয়ে যাওয়ার পথে বিভাস দাবি করে, সে কিছু করেনি। মিথ্যে অভিযোগ করা‌ হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দেশি মদের দোকান রয়েছে বিভাসের। এলাকায় বিশেষ সুনাম নেই তার। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

[আরও পড়ুন: স্ত্রীর কান ছিঁড়ে ‘অত্যাচার’, থানায় অভিযোগ জানানোয় শ্বশুরবাড়িতে আগুন লাগাল জামাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement