ছবি: প্রতীকী
সৈকত মাইতি, তমলুক: এক টুকরো মাংসের লোভ! ক্ষুধার্ত পথ কুকুর ছিন্নভিন্ন করে দিল বালকের নিম্নাঙ্গ। মর্মান্তিক ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সোচ্চার হয়েছেন কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
কোলাঘাটের সাহাপুর গ্রামের পাল পাড়ার বাসিন্দা সুপক পাল। পেশায় একটি গেঞ্জি কারখানার শ্রমিক তিনি। তাঁরই পুত্র পঞ্চম শ্রেণির ছাত্র অয়ন। ছয় বছর বয়সে অসুস্থতার কারণে তার মা মারা যান। এরপর দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন সুপক। রবিবার মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্য মায়ের কাছে বায়না করেছিল অয়ন। অভাবের সংসার হলেও ছেলের বায়না মেটাতে হাতে ১০০ টাকা দিয়ে পাড়ার দোকান থেকে মুরগির মাংস কিনে আনতে বলেছিলেন মা। সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ বাড়ির কাছেই একটি মাংসের দোকানে যায় ১১ বছরের অয়ন। একটি পলিথিনের ব্যাগে মাংস নিয়ে ফিরছিল সে। অভিযোগ, তখন তার পিছু ধাওয়া করে একদল কুকুর। ভয় পেয়ে যায় কিশোর। কোনওরকমে প্রাণপণে মাংসের প্যাকেট হাতে নিয়েই বাড়ির দিকে দৌড়তে শুরু করে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
এতগুলো কুকুরের তাড়ায় কিছুটা গিয়েই রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে অয়ন। আর তখনই এক টুকরো মাংসের লোভে অয়নকে ঘিরে ধরে আক্রমণ করে সারমেয়র দল। তার নিম্নাঙ্গে আক্রমণ করে। কার্যত ছিন্নভিন্ন করে দেয়। বালকের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় এক দোকানদার। হাতের সামনে পড়ে থাকা একটা চেয়ার দিয়ে অনবরত কুকুরটাকে আঘাত করলে কোনওরকমে প্রাণে রক্ষা পায় অয়ন। এরপরই রক্তাক্ত অবস্থায় কিশোরকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে নিয়ে আসা যাওয়া হয়। অয়নের বাবা জানিয়েছেন, ছেলে কোনওরকমে প্রাণে বাঁচলেও বর্তমানে তার অবস্থা সংকটজনক। কুকুরের আক্রমণে নিম্নাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় ওর উন্নতমানের সার্জারির প্রয়োজন। বিষয়টি জানার পরই ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে-উন্মত্ত পথ কুকুর হইতে সাবধান বলে প্রচারও চালানো হচ্ছে। সংস্থার পক্ষ থেকে অসীম দাস বলেন, এমনিতেই এই ঋতুটি কুকুরদের প্রজননের সময়। তারপরে পথ কুকুররা ক্ষুধার্ত থাকায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.