Advertisement
Advertisement
বনগাঁ হাসপাতাল

রোগীকে রাস্তায় বের করে দিলেন হাসপাতালের কর্মীরা, উত্তেজনা বনগাঁয়

অমানবিক ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা হাসপাতালে।

A mentally ill patient was dragged out Of the hospital by casual workers
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 7, 2019 4:10 pm
  • Updated:April 7, 2019 4:10 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ওয়ার্ড থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়েও ক্ষান্ত হননি। রাস্তায় শুয়ে রোগী যখন কাতরাচ্ছে, তখন তাঁর গায়ে জল ঢেলে দিলেন আয়া-সহ হাসপাতালের অস্থায়ী কর্মীরা। অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে। শেষপর্যন্ত ওই রোগীকে ফের হাসপাতালে ফেরত পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। বনগাঁ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ঘটনায় এক আয়াকে সাসপেন্ড করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি হাসপাতালের পরিষেবাকে কলঙ্কিত করার চেষ্টা করে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

[ আরও পড়ুন: গভীর রাতে গ্রামে বোমাবাজি, ভোটের মুখে আতঙ্ক বীরভূমের নলহাটিতে]

Advertisement

বনগাঁ মহকুমা হাসপাতালে যে রোগীকে নিয়ে এত কাণ্ড, তার নাম-পরিচয় অবশ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, শনিবার তাঁকে হাসপাতালে ভরতি করে দিয়ে যান এলাকারই কয়েকজন যুবক। অন্য রোগীর পরিজনেরা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। রবিবার সকালে তাঁকে টেনে-হিঁচড়ে ওয়ার্ড থেকে রাস্তায় বের করে দেন হাসপাতালেরই কয়েকজন অস্থায়ী কর্মী। এরপর বালতি করে জল এনে ওই রোগীর উপর ঢালতে থাকেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের সামনের রাস্তায় যখন এই ঘটনা ঘটছে, তখন কাছেই দাঁড়িয়েছিলেন আয়ারাও। বনগাঁ মহকুমা হাসপাতালে এমন অমানবিক কাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন অন্য রোগীর বাড়ির লোকেরা। তাঁদের বক্তব্য, একজন রোগীর মানসিক সমস্যা থাকতেই পারে। তা বলে হাসপাতালে তাঁর সঙ্গে এমন অমানবিক আচরণ কেন করা হবে? কোনও সমস্যা হলে রোগীর বাড়ির লোককেও তো খবর দেওয়া যেত। শেষপর্যন্ত পুলিশের মধ্যস্থতায় ওই রোগীকে ফের হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বনগাঁ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালের একজন আয়াকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক বিশ্বজিৎ দাস।

[ আরও পড়ুন: নির্বাচন যেন পৌষমাস, ভারত-ভুটান সীমান্তে বেআইনি নোটের রমরমা কারবার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement