Advertisement
Advertisement

Breaking News

Contai

আর জি কর আবহে কাঁথিতে আত্মহত্যার চেষ্টা ডাক্তারি ছাত্রীর! কারণ নিয়ে ধোঁয়াশা

জানা গিয়েছে, ফোনে কথা বলতে বলতে আচমকা ঝাঁপ দেন ওই তরুণী।

A medical student of Contai allegedly tried to kill herself
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 10, 2024 11:50 pm
  • Updated:November 10, 2024 11:50 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। এরই মাঝে কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজের হস্টেলের ছাদ থেকে ঝাঁপ ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে।

জানা গিয়েছে, কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজের ওই ছাত্রী আদতে উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা। প্রথম বর্ষের ছাত্রী তিনি। কাঁথিতে হস্টেলে থেকে পড়াশোনা করতেন। রবিবার রাতে হস্টেলের তিনতলার ছাদে ঘুরে ফোনে কথা বলছিলেন তিনি। আচমকাই সহপাঠীরা বিকট শব্দ শুনতে পান। দেখেন নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তরুণী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। কলেজের তরফে যোগাযোগ করা হয়েছে বাড়িতে।

Advertisement

কিন্তু এমন কাণ্ড? সহপাঠীদের কথায়, ওই ছাত্রী মোটের উপর চুপচাপই থাকতেন। নিজের মতো পড়াশোনা করতেন। আচমকা কী হল কেউ বুঝতে পারছেন না। কাঁথি রঘুনাথ আয়ূর্বেদ কলেজের সম্পাদক সুকমল মাইতি জানিয়েছেন, তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে কী থেকে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement