ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূমের নানুর। তৃণমূল কর্মীর বাড়িতে তাণ্ডব চালানোর পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে চলছে দড়ি টানাটানি। গেরুয়া শিবিরের তরফে হামলা এবং বাড়িতে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকেই খাড়া করতে মরিয়া বিজেপি। তবে তৃণমূল এই তত্ত্বে সায় দিতে নারাজ। পরিবর্তে গোটা ঘটনার দায় বিজেপির কাঁধেই চাপিয়েছে তারা।
বৃহস্পতিবার থেকে নতুন করে উত্তপ্ত বীরভূমের নানুর। ওইদিন বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন। গেরুয়া শিবিরের অভিযোগ, শুধুমাত্র গায়ের জোরে সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তৃণমূলের লোকজন। তাতেই বাকবিতণ্ডা হয়। সেই সময়ের জন্য বানচাল হয়ে যায় এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানোর কাজ। পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। এরপর রাতে আবারও উত্তপ্ত হতে থাকে এলাকা। অভিযোগ, মোহনপুর গ্রামের বাসিন্দা এক তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় একদল বিজেপি কর্মী। রাতে বেশ কিছুক্ষণ ওই তৃণমূল কর্মীর বাড়িতে গেরুয়া শিবিরের লোকজন প্রায় তাণ্ডব চালায় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীর দাবি, তিনি নিজে এবং তাঁর স্ত্রীর মারধরের শিকার হন। তাণ্ডব চালিয়ে বেরনোর সময় বিজেপির লোকজন তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলেও অভিযোগ। মুহূর্তের মধ্যেই খড়ের চালে লাগানো আগুন বিরাটাকার নেয়। বাড়ির প্রায় বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ওই তৃণমূল কর্মী।
যদিও গেরুয়া শিবিরের তরফে তৃণমূল কর্মীকে মারধর কিংবা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে। তাঁদের পালটা দাবি, ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত তৃণমূল। কেবলমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মোহনপুরের বাসিন্দা ওই তৃণমূল কর্মীকে নিজের বসতবাড়িটুকুও হারাতে হল। তৃণমূলও পালটা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বের বিরোধিতায় সুর চড়িয়েছে। তাদের দাবি, এলাকায় অশান্তি ছড়িয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। তাই বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে। তবে তাতে মোটেও ভয় পাচ্ছেন না তৃণমূল কর্মীরা। পরিবর্তে স্থানীয়দের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপির আসল রূপ।
বোমাবাজি-গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠছে বীরভূমের নানুর। সন্ত্রাসের তালিকায় যোগ হল বৃহস্পতিবার রাতের এই ঘটনাও। শান্তিতে দিন কাটানোয় এখন দায় হয়ে গিয়েছে স্থানীয়দের। বোমাবাজি, বাড়িতে আগুন লাগানোর ঘটনায় আবার নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে গ্রামবাসীদের মনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.