Advertisement
Advertisement
Crocodile

গ্রামের পুকুরে ৩০০ কেজির পূর্ণবয়স্ক কুমির! দেখতে ভিড় স্থানীয়দের

কুমিরটিকে উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা।

A massive crocodile recovered from a pond of South 24 Parganas | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 17, 2023 6:04 pm
  • Updated:September 17, 2023 6:04 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: গ্রামের পুকুরে ৩০০ কেজির পূর্ণবয়স্ক কুমির! উদ্ধার করলেন দক্ষিণ ২৪ পরগনার রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। কুমিরটিকে দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কেউ কেউ ক্যামেরাবন্দি করেছেন প্রাণীটিকে।

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ (Kakdwip) থানার অন্তর্গত বন শ্যামনগর এলাকার একটি পুকুরে একটি বিশাল কুমির দেখতে পান স্থানীয়রা। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়ে সবর্ত্র। এলাকার বাসিন্দারা জড়ো হন পুকুরের পাড়ে। সকলেই চেষ্টা করেন বিশালাকার কুমিরটিকে ক্যামেরাবন্দি করতে। এদিকে খবর দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: কলেজের মধ্যেই ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার হাসপাতালেরই টেকনিশিয়ান]

বেশ কিছুক্ষণের চেষ্টায় দক্ষতার সঙ্গে ১৫ ফুট দীর্ঘ আনুমানিক ৩০০ কেজি ওজনের পূর্ণবয়স্ক নোনা জলের কুমিরটিকে উদ্ধার করেন বনকর্মীরা| সুন্দরবনের গভীর অরন্যের মাঝে নিরাপদ স্থানে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছ দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের বিভাগীয় বনাধিকারীক মিলনকান্তি মণ্ডলের তরফে।

[আরও পড়ুন: ফাঁকা চেম্বারে যুবতীকে জড়িয়ে ধরে চুমু! শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক TMC নেতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement