সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে বিপত্তি। ফের প্রাণ গেল বাংলার পর্যটকের। হিমাচল ও উত্তরাখণ্ডের সীমানায় খিমলোগা পাস অতিক্রম করার সময় বরফের ফাটলে পড়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা সুজয় দলুইয়ের।
গত ২৪ আগস্ট আরও দুই বন্ধু সুব্রত বিশ্বাস ও নরোত্তম গায়েনের সঙ্গে সুজয় কলকাতা থেকে ট্রেন ধরেন। তার ঠিক তিনদিন পর অর্থাৎ ২৭ আগস্ট উত্তরকাশীর লিওয়ারি গ্রামে হাঁটা শুরু করেন। ২ সেপ্টেম্বর খিমলোগা পাস পেরোন তাঁরা। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাণ যায় সুজয়ের। তবে সুব্রত এবং নরোত্তম জখম হন। তাঁরা দু’জনেই চাকদহের বাসিন্দা।
সুজয়ের ভাই সঞ্জয় দলুই বলেন, “চাকদহ থেকে দু’জনের সঙ্গে গিয়েছিলেন দাদা। দেহ এখনও উদ্ধার হয়নি। কীভাবে শনাক্ত করা হবে আর কীভাবেই বা দেহ বাড়িতে আনা হবে, তা নিয়ে উদ্বিগ্ন আমরা। কারণ, আমাদের সামর্থ্য খুবই কম।” ইতিমধ্যেই সুব্রত এবং নরোত্তমের পরিবারের লোকজন হিমাচলের উদ্দেশে পাড়ি দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত মে মাসে ট্রেকিং করতে গিয়ে উত্তর কাশীতে প্রাণ হারান পাঁচ বাঙালি পর্যটক। গাড়ির মধ্যে থাকা সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় খাদে পড়ে যায় গাড়ি। তার ফলেই মৃত্যু হয় ওই পাঁচ বাঙালি পর্যটকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিপদ হিমাচল প্রদেশে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.