Advertisement
Advertisement

Breaking News

মদ

পাড়ার মধ্যেই বেআইনি মদের ব্যবসা ফেঁদেছেন স্ত্রী, বিরক্ত হয়ে এই কাজই করলেন স্বামী

স্ত্রীয়ের কাণ্ডে নাজেহাল খোদ স্বামীই।

A man of Haroa lodged FIR aginst his wife

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 12, 2020 3:35 pm
  • Updated:September 12, 2020 4:08 pm  

জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি করতেন স্ত্রী। কিন্তু বিষয়টা একেবারেই পছন্দ ছিল না স্বামীর। ফলে বারবার স্ত্রীকে ব্যবসা বন্ধ করতে বলেছিলেন প্রৌঢ়। কিন্তু তাতে কর্ণপাত করেননি ওই মহিলা। তাই বাধ্য হয়ে স্ত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন ওই স্বামী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়ায়।

Advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের বাসিন্দা মিনতি বিশ্বাস নামে বছর ৫০-এর ওই প্রৌঢ়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মিনতিদেবী পাড়ার ভিতরে বেআইনি ভাবে মদ বিক্রি করতেন। ফলে বহিরাগতদের আনাগোনা বেড়েছিল এলাকায়। অসামাজিক কাজও বাড়ছিল। এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। স্থানীয়রা এনিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। স্বামীর বাধা নিষেধের মতোই প্রতিবেশীদের কথারও তোয়াক্কা করেননি মিনতি দেবী।

Minati
অভিযুক্ত প্রৌঢ়া

[আরও পড়ুন: পুলিশ হেফাজতে ইটাহারের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে সিআইডি, CBI তদন্তের দাবি নিহতের মায়ের]

সেই কারণেই উপায় না পেয়ে শুক্রবার রাতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় হাজির হন বছর ৫৫-এর জগবন্ধু বিশ্বাস। রাতেই তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। বেআইনি মদ বিক্রির করার অভিযোগে বাড়িতে থেকেই গ্রেপ্তার করা হয় মিনতিদেবীকে। উদ্ধার হয়েছে ৪০ লিটার দেশি মদ। স্বামী হয়ে নিজের স্ত্রীকে মদ বিক্রির অভিযোগে পুলিশের তুলে দেওয়ায় জগবন্ধুবাবুকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা।

[আরও পড়ুন: ‘তৃণমূলকে কাটমানি নিতে সাহায্য করা পুলিশদের শক্তিগড়ের ল্যাংচা খাওয়াব?’, ফের তোপ দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement