Advertisement
Advertisement

Breaking News

lottery

৩০ টাকার লটারিই ফেরাল ভাগ্য, রাতারাতি কোটিপতি বালুরঘাটের রাজমিস্ত্রি!

নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ ওই যুবক।

A man of Balurghat won 1 crore rupees in lottery | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 31, 2021 5:49 pm
  • Updated:October 31, 2021 5:49 pm  

রাজা দাস, বালুরঘাট: সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে রাজমিস্ত্রির কাজ শুরু করতে হয়েছিল বছর বাইশের সুজয় পাহানকে। ভাবতেও পারেননি রাতারাতি ঘুচবে দারিদ্রতা। কিন্তু হল ঠিক তেমনটাই। মাত্র ৩০ টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি পেশায় রাজমিস্ত্রি যুবক। নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন বালুরঘাটের সুজয়।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের (Balurghat) বেলঘড়িয়া এলাকার বাসিন্দা সুজয় পাহানি। বাবা শয্যাশায়ী। মা পেট চালাতে পরিচারিকার কাজ করতেন। কিন্তু তাতে সংসারের অভাব ঘুচছিল না। সেই কারণে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুজয়। কিন্তু তাতেও সংসারের হাল ফিরছিল না। তাই মাঝে মধ্যে ভাগ্য ফেরাতে লটারি কাটতেন ওই যুবক। শনিবারও ঠিক তেমনটাই হয়েছিল। শনিবার সন্ধেয় ৩০ টাকা দিয়ে পাঁচটি লটারির টিকিট কেটেছিলেন সুজয়। ভাবতেও পারেননি এভাবে রাতারাতি ফিরবে ভাগ্য।

Advertisement

[আরও পড়ুন: ঠাসা ভিড়, মাস্কহীন বহু যাত্রীই, দূরত্ববিধি শিকেয় তুলে রাজ্যে ফের চালু লোকাল ট্রেন]

রবিবার সকালে টিকিট মেলাতে গিয়েই চক্ষুচড়কগাছ। দেখেন, প্রথম পুরস্কার ১ কোটি টাকা পেয়েছেন তিনি। আনন্দে আত্মহারা অবস্থা হয় তাঁর। কিন্তু সেই সঙ্গে তাঁর মনে জাঁকিয়ে বসে আতঙ্ক। সেই কারণে সোজা থানায় হাজির হন তিনি। নিরাপত্তার আবেদন করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন পড়লে ওনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেওয়া হবে। ছেলের এই লক্ষ্মীলাভে আপ্লুত সুজয়ের বাবা-মা।

[আরও পড়ুন: Weather Update: রাজ্যে শীতের আমেজ, গত তিনদিনে ৪ ডিগ্রি কমল তাপমাত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement