Advertisement
Advertisement

Breaking News

খুন

অভাবের তাড়নায় বিশেষভাবে সক্ষম সন্তানকে খুন, আত্মঘাতী বাবা

ঘটনার তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।

A man murdered his boy in South 24 pargana's BudgeBudge
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 1, 2019 8:34 pm
  • Updated:December 1, 2019 8:35 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বিশেষভাবে সক্ষম ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার আদকপাড়ায়। বাবা-ছেলের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার পুজালীর আদক পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ আদক। কিছুদিন আগেই তাঁর স্ত্রী দিপালী আদকের মৃত্যু হয়েছে। তাঁদের একমাত্র সন্তান অরিজিৎ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। ছেলেকে দেখভাল করার জন্যই কারখানায় চাকরি ছেড়ে দিনমজুরের কাজ করতে শুরু করেছিলেন ইন্দ্রজিৎবাবু। সংসারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। সংসার চালিয়ে ছেলের চিকিৎসা চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তাঁর কাছে। সেই সঙ্গে ছিল ছেলের ভবিষ্যতের চিন্তা। তাঁর মৃত্যুর পর কি হবে সন্তানের, এই নিয়ে সবর্দা চিন্তা করতেন ওই ব্যক্তি।

Advertisement

[আরও পড়ুন: চেন্নাইয়ের হোটেল থেকে হুগলির যুবকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা]

জানা গিয়েছে, রবিবার দুপুরে ইন্দ্রজিৎবাবুর বউদি খাবার দিতে ঘরে ঢুকে প্রথমে অরিজিৎকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর ইন্দ্রজিৎবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তিনিই পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়দের খবর দেন। এরপর খবর দেওয়া হয় বজবজ থানায়। বজবজ থানার পুলিশ তাঁদের উদ্ধার করে খড়িবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ দেহদুটি ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভবিষ্যৎ পরিণতি কী হবে সেই আশঙ্কা থেকেই ছেলেকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন ইন্দ্রজিৎবাবু। প্রতিবেশী ও আত্মীয়-পরিজনদেরও অনুমানও তেমনই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

[আরও পড়ুন: বালিখাদানের রাস্তা বানানো নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রণক্ষেত্র গলসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement