শংকর রায়, রায়গঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানের গাড়ি৷ সোমবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ওলিগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির৷ দুর্ঘটনায় মারা গিয়েছেন একজন৷ গাড়িতে থাকা আরও চারজন জখম হয়েছেন৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁরা ভরতি রয়েছেন ইসলামপুর মহকুমা হাসপাতালে৷ তবে চেয়ারম্যান নিজে গাড়িতে না থাকায় সম্পূর্ণ নিরাপদেই আছেন৷
রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের ব্যক্তিগত গাড়ি সোমবার সকালে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়৷ সেই সময় গাড়িতে ছিলেন মোট পাঁচজন৷ তবে চেয়ারম্যান নিজে ছিলেন না৷ সকাল সাতটা নাগাদ ওলিগঞ্জ এলাকায় পৌঁছায় গাড়িটি৷ আচমকাই রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়৷ ৩১ নম্বর জাতীয় সড়কের ডান দিকের একটি গাছে সজোরে ধাক্কা মারে৷ এরপর গাড়িটি উলটে যায়৷ গাছ এবং গাড়ির ধাক্কায় একজন মারা যান৷ গাড়িতে থাকা অন্যান্যরা ছিটকে জাতীয় সড়কের উপর গিয়ে পড়েন৷ চারজন জখম হন৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ সকলকে উদ্ধার করেন পুলিশকর্মীরা৷ ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জখমদের চিকিৎসা চলছে৷ তাঁদের প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক৷
পুর-চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “আমার স্ত্রী’র নামে একটি কোম্পানি রয়েছে। ওই কোম্পানির কাজেই গাড়িটি রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাচ্ছিল৷ সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গাছে ধাক্কা মারে একটি গাছে৷ তাতেই মারা যান একজন৷ বাকি চারজন গুরুতর জখম হয়েছেন৷ তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে৷’’ চালকের অসতর্কতা নাকি এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে পুলিশ৷ তবে গাড়ির যাত্রী, চালক গুরুতর অসুস্থ হওয়ায় তাঁদের সঙ্গে এখনও কথা বলা সম্ভব হয়নি৷ আপাতত তাঁদের সুস্থতার অপেক্ষায় পুলিশ৷ সুস্থ হয়ে উঠলেই, তাঁদের জেরা করে দুর্ঘটনার আসল কারণ জানা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.