রঞ্জন মহাপাত্র, কাঁথি: দীপাবলির আগে মর্মান্তিক দুর্ঘটনা। বাজি বাঁধতে গিয়ে বিস্ফোরণ। পশ্চিম পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে চাঞ্চল্য। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে একজনের। গুরুতর জখম আরও একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উড়ল বাড়ির একাংশও। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। শাসক-বিরোধী দু’পক্ষের মধ্যে শুরু জোর তরজা।
পশ্চিম পাঁশকুড়ার (Panskura) সাধুয়াপোতা গ্রামে বাজি বাঁধা হচ্ছিল। এছাড়াও কিছু বাজি বাড়িটিতে বাজি মজুতও করে রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল দশটা নাগাদ ওই বাড়িতে রাখা বাজিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত হয় এক শিশু। এক মহিলা জখম হন। তাঁর আঘাত গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভরতি ওই মহিলা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
ওই বাড়িটিরও বিপুল ক্ষতি হয়েছে। বাড়ির একাংশ ভেঙে পড়েছে। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অবৈধভাবে ওই বাড়িটিতে বাজি বাঁধার কাজ চলছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতে মজুত করা বাজিগুলির সঙ্গে শক্তিশালী কোনও বিস্ফোরক রাখা ছিল কিনা, সেটিও তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ। এদিকে, এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিরোধীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিস্ফোরক বাড়িতে মজুত করা হচ্ছিল। তবে তার পালটা জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “বাংলাকে বদনাম করার জন্য লোক ঢুকিয়ে বিরোধীরা এসব করছে কিনা দেখতে হবে।”
এদিকে, মুর্শিদাবাদের (Murshidabad) ইসলামপুরের নলবাটাতে বোমা বিস্ফোরণে গুরুতরভাবে জখম হন এক যুবক। জখম যুবকের নাম সানারুল শেখ হাবিব (২২)। ঘটনার পর তাঁর আত্মীয়রা ওই যুবককে উদ্ধার করেন। ডোমকল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বোমার আঘাতে ওই যুবকের হাতের শিরা কেটে গিয়েছে। তাই মঙ্গলবার সকালে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.