Advertisement
Advertisement
A man killed his wife's boyfriend in Malda

প্রেমের টানে ঘর ছেড়েছিলেন মহিলা, এক কোপে স্ত্রীর প্রেমিককেই খুন করল স্বামী

আটক ওই মহিলার স্বামী।

A man killed his wife's boyfriend in Malda । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:March 23, 2022 2:03 pm
  • Updated:March 23, 2022 2:04 pm  

বাবুল হক, মালদহ: স্ত্রীর সঙ্গে পরপুরুষের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বহুবার স্ত্রীকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিল স্বামী। তবে সে কথায় কানই দেননি মহিলা। পরিবর্তে সংসার ভুলে প্রেমের টানে সংসার ছেড়েছিলেন তিনি। সেই আক্রোশেই স্ত্রীর প্রেমিককে খুন করল ওই মহিলার স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের হরিশচন্দ্রপুরে ব্যাপক চাঞ্চল্য। আটক ওই মহিলার স্বামী।

কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাঁদের দুই কন্যাসন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা তাঁর স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে চলে যান। গ্রামেরই যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনায় রাগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে গোবিন্দ প্রামাণিককে একা পায় কৃষ্ণপদ। তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ওই ব্যক্তির বুকে ছুরি ঢুকিয়ে দেয়।

Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাই কোর্টের, আজই শুনানি]

রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে গোবিন্দ। গুরুতম জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামাণিকের।

গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশচন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। হরিশচন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানান, রক্তাক্ত অবস্থায় কনুয়া ব্রিজ থেকে আক্রান্তকে উদ্ধার করা হয়। অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে আটক করেছে চাঁচল থানার পুলিশ।

[আরও পড়ুন: রামপুরহাট যাওয়ার পথে শক্তিগড়ে ল্যাংচার দোকানে দাঁড়াল বিজেপির বাস! তীব্র কটাক্ষ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement